ইউকে জিয়া পরিষদের নতুন কমিটিতে কুলাউড়ার ১১জন

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২২ | আপডেট: ১১:৩৭:অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২২
বাংলাকাগজ ডেস্কঃ

কেন্দ্রীয় জিয়া পরিষদের চেয়ারম্যান, চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা প্রফেসর ডাঃ আব্দুল কুদ্দুস এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড.এমতাজ হোসেন এর ২৬ নভেম্বর ২০২২ স্বাক্ষরিত “জিয়া পরিষদ ইউকে শাখা„ ৮১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। উক্ত কমিটিতে মৌলভীবাজারের কুলাউড়ার ১১ জন স্হান পেয়েছেন।

 

আরও পড়ুন:  ইউকে জিয়া পরিষদের কমিটি অনুমোদন

 

 

স্হান পাওযা নেতৃবৃন্দরা হলেন প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরী সভাপতি, জাহাঙ্গীর আলম শাহাজান উপদেষ্টা অধ্যাপক আব্দুল আহাদ উপদেষ্টা, অধ্যাপক কমর উদ্দীন আহমেদ জামাল উপদেষ্টা, আব্দুল মোহিত ভিপি সুহেল সহ- সভাপতি, শফি আহমেদ দিনার( এজিএস) সহ -সভাপতি এডভোকেট শাকীল রশীদ, চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক,আহবাব হুসেন খান বাপ্পী যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল করিম নিপু যুগ্ম সাধারণ সম্পাদক,অধ্যাপক নজমুল হুসেন ১নং সদস্য ও ফিরুজা শাহীন চৌধুরী সদস্যা।

 

 

আরও পড়ুন: কুলাউড়ায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেল ৩১২ জন, শীর্ষে এনসি স্কুল চমক দেখিয়ে ৩য় স্থানে অবস্থান করে নেয় মফস্বলের প্রতিষ্ঠান কর্মধা উচ্চ বিদ্যালয়।