১০ ডিসেম্বর গণতন্ত্র ফিরিয়ে আনার সমাবেশ: দলে দলে যোগ দেওয়ার আহ্বান মাহিদুর রহমান মাহিদের

প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২২ | আপডেট: ১:১৯:পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২২

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: আগামী ১০ ডিসেম্বর ঢাকার সমাবেশকে দেশের জনগণের মুক্তির সমাবেশ, খালেদা জিয়ার মুক্তির সমাবেশ ও গণতন্ত্র ফিরিয়ে আনার সমাবেশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান মাহিদ।

তার সাথে সাক্ষাতে তিনি বলেন, ভোটবিহীন, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকারকে গদি থেকে নামাতে হলে আন্দোলনের কোনো বিকল্প নেই। আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে সব নেতাকর্মীর অংশগ্রহণ করার মধ্য দিয়ে সমাবেশ সফল হবে। তিনি আরো বলেন, একদিকে মানুষ না খেয়ে আছে আর অন্যদিকে এই সরকার বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে ইভিএম নামের ভোট চুরির মেশিন কিনে আনছে। গ্যাস নাই, বিদ্যুৎ নাই, পানি নাই কিন্তু এর মধ্যেও তাদের চুরি থেমে নাই। মালয়েশিয়া, সিঙ্গাপুর, কানাডা, আমেরিকায় বাড়ি করে বাংলাদেশকে ফকিরের দেশ বানাইয়া সরকার বিদায় হবে।

এদিকে দলীয় নেতাকর্মীদের মিথ্যা ষড়যন্ত্রের মাধ্যমে গ্রেফতার করে নেওয়া হচ্ছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তাদেরকে নিঃস্বার্থভাবে মুক্তি না দিলে বিএনপি আরো কঠিন অবস্থান নেবে বলেও জানান তিনি।