ইতালিতে অঙ্কুর বারি শাখার আয়োজনে বিজয় ফুল কর্মসূচী

প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২২ | আপডেট: ১১:৩৩:পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২২
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:

 

মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসকে সমুম্নত রাখতে এবং নতুন প্রজম্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে অঙ্কুর বারি শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিজয় ফুল কর্মসূচী ২০২২। ফৌজিয়া আক্তার রিপার উপস্থাপনায় অনুজ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারক ছিলেন ফৌজিয়া আক্তার রিপা, সুজিত বড়ুয়া টিটু, সাহিদা ইয়াসমিন।

 

 

 

এসময় শিশু-কিশোরদের মধ্যে রুবাইয়া ভুঁইয়া, সংযুক্তা, দিগন্ত, মহিদুল ইসলাম রাজ, রফিকুল হক, শ্রেয়া বড়ুয়া, মাইমুনা, আরাফাত, খাদিজা আক্তার, তানহা চৌধুরী, আদনান আমিন, তাজিন হোসাইন, ইফরান আমিন, রাইসুল হক, আইজান সাদিদ, আহসান হামজা, জুনাইদ মুন্সী, ইলহাম চৌধুরী, রাউফির আবদুল প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন মুক্তি নাজনীন, শিউলী চৌধুরী, মনিরা বেগম, সুজিত বড়ুয়া টিটু। এছাড়াও বাংলাদেশ বাংলাদেশ সমাজ কল্যান সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দীন ইমন, খলিল মুন্সি, ব্যবসায়ী মিজানুর রহমান, শামসুল হক, শাহ আলম, নুরুল আমিন রুহুল আমিন, এমরান খান, এ্যানি বড়ুয়া উপস্থিত ছিলেন।