প্রবাসে মুক্তিযুদ্ধাদের স্বীকৃতির বিষয়টি স্পর্শকাতর — বার্মিংহামে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৩ | আপডেট: ১১:২৩:অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৩

আহমেদ কাবির : যুক্তরাজ্যের বার্মিংহামে প্রথম বাংলাদেশী জাতীয় পতাকা সম্ভবতঃ উত্তোলন করা হয়েছে বলে জেনেছেন উল্লেখ করে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, তখনকার সময়ে প্রবাসীদের অবদানের জন্য তারা কৃতজ্ঞ। তিনি যুক্তরাজ্যের বার্মিংহামের বাংলাদেশী কুটনৈতিক মিশন স্থাপনের অর্ধশত বছর পুর্তি উদযাপন অনুষ্টানে যোগ দিতে এসে গত ১৪ মার্চ স্থানীয় বাংলা গণমাধ্যমকর্মীদের একথা বলেন। এসময় প্রবাসী মুক্তিযুদ্ধাদের স্বীকৃতির বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি জানান, নানা তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে তবে প্রবাসে স্পর্শকাতর এবিষয়টি নির্ধারন করা বেশ কঠিন। যুক্তরাজ্যের বাঙালী অধ্যুষিত দ্বিতীয় বৃহত্তম নগরী বার্মিংহাম থেকে বিমানের সরাসরি ফ্লাইটের বিষয়ে এখানকার প্রবাসীর দাবীর নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর জানান বিষয়টি তারা বিবেচনা করছেন। বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্কে আরো জোরদার করতে তাদের সরকার নানাভাবে কাজ করছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বার্মিংহামের বাংলাদেশী সহকারী হ্ইাকমিশনের উদ্যোগে আষ্টনের রওশন বানকুয়েটিং হলে অনুষ্ঠিত উক্ত অনুষ্টানে বার্মিংহাম ছাড়াও তার পার্শ্ববতী বিভিন্ন এলাকা থেকে বাঙালী বংশোদ্ভুত বিভিন্ন কাউন্সিলর,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কমিউনিটির নানা শীর্ষজনরা যোগ দেন। বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশনের কাউন্সিলর স্বর্ণালী চন্দের সঞ্চালনায় অনুষ্টান শুরু হয় বাংলাদেশ ও যুক্তরাজ্যের জাতীয় সঙ্গীত আর কূটনৈতিক মিশন প্রতিষ্টার অর্ধশত বছর পুর্তির কেক কাটার মাধ্যমে। এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি ছাড়াও বক্তব্য রাখেন বার্মিংহাম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর আডম টিকেল,লন্ডনে নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনার সাইদা মুনা তাসনীম,বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশনার মোহাম্মদ আলীমুজ্জামান প্রমূখ।

 

https://fb.watch/jpEpma6x18/