বার্মিংহামে বাংলাদেশ কালচারাল সোসাইটির আর্ন্তজাতিক মাতৃভাষা ও স্বাধীনতা দিবস উদযাপন

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৩ | আপডেট: ১১:২৬:অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৩

আহমেদ সুহেল : মায়ের ভাষা বাংলা আর দেশ মাতৃকার স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গ বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বিশেষ আলোচনা সভাসহ নানা আয়োজনে আর্ন্তজাতিক মাতৃভাষা ও মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে যুক্তরাজ্যের বার্মিংহামের বাংলাদেশ কালচারাল সোসাইটি মিডল্যান্ডস। একই আয়োজনে দুই দিবস উদযাপন করা হয় গত ১২ মার্চ বামিংহামের পেরীবারের ব্রডওয়ে একাডেমিতে। বাঙালীদের কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই আয়োজন বলে জানালেন আয়োজকরা আর বিদেশের মাটিতে এই আয়োজনে শরীক হতে পেরে উৎফুল্ল ছিলেন সবাই-ই। আলোচনা সভা ছাড়াও দিনব্যাপি অনুষ্ঠিত এবারের আযোজনে ছিলো ভিন্নধর্মী নানা সাংস্কৃতিক পরিবেশনা। বাংলাদেশ কালচারাল সোসাইটি মিডল্যান্ডস এর সহ-সভাপতি তৌফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের ট্রাষ্টি ডাক্তার এম এ খালিক,ডক্টর এ বি এম জি মোস্তফা ও কমিউনিটি নেতা তফাজ্জল হোসেন চৌধুরী প্রমূখ। আর যুগ্ম সম্পাদিকা হাফিজা ইসলাম,সাংস্কৃতিক সম্পাদক জায়েদ খান লিটন,যুগ্ম কোষাধ্যক্ষ মোহাম্মদ রয়েল ওপ্রচার সম্পাদক জাহান আব্দুল্লার সাবির্ক তত্বাবধানে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে সাইফ খোন্দকার,কারিমা,আইরিন জাহান,বেলাল আহমেদ প্রমূখ। আর কবিতা আবৃত্তিতে ছিলেন ডাক্তার কাউসার আহমেদ, ডাক্তার নাসরীন এবং নাওয়ার আর নৃত্য পরিবেশন করেন আত্রি ভট্ট্রাচার্য। এসময় নতুন প্রজন্মেন ব্রিটিশ বাঙালী শিশু-কিশোরদের পরিবেশনা ছিলো মনোমুগ্ধকর।

 

https://fb.watch/jpEBwkOpDj/