প্যারিসে শুকরিয়া আলিমেন্তাসিওর উদ্বোধন

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৩ | আপডেট: ১১:৪৮:অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৩

এনায়েত হোসেন সোহেল : ব্যবসার মাধ্যমে কমিউনিটির মানুষদের সেবার প্রত্যাশায় ফ্রান্সের প্যারিসে বাঙালী অধ্যুষিত ক্যাথসীমায় আনুষ্টানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করা হয়েছে শুকরিয়া আলিমেন্তাসিওর নামের বাংলাদেশী মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্টান। প্যরিসের বাঙালী কমিউনিটির বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ১৫ মার্চ বিকেলে ১৪ রু দো ইকোলী ওভারভিলায় শুকরিয়া আলিমেন্তাসিওর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ উপলক্ষ্যে এক উদ্বোধনী অনুষ্টানের আয়োজন করা হয়। প্রতিষ্টানটির অন্যতম পরিচালক আবুল ফজলের সভাপতিত্বে,মাছুম আহমদ এবং আলী আহমদের যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি চৌধুরী সালেহ আহমদ। বিশেষ অতিথি ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী,সহ-সভাপতি হাসান সিরাজ,হারুনুর রশীদ,শহীদ মিয়া,গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদের সহ-সভাপতি খান জাফর নান্নু,প্যারিস মহানগর আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন,বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাস্টের সভাপতি ফয়জুল ইসলাম,সংস্কৃতিকর্মী জহিরুল ইসলামের লিটন,বিয়ানীবাজার উপজেলা সমাজকল্যাণ সমিতি ফ্রান্সের সহ সভাপতি মনন উদ্দিন প্রমুখ। এসময় আগত সকলেই ব্যবসা প্রতিষ্টানটির সাফল্য কামনা করে প্রবাসীদের বাংলাদেশী প্রতিষ্টান থেকে পণ্য কেনার আহবান জানান। সবশেষে ওভারভিলা বাংলাদেশী জামে মসজিদের খতিব সালেহ চৌধুরীর পরিচালনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

https://fb.watch/jpFTy5-6ke/