দিরাই এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট বার্মিংহাম ইউকের ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৭:৩৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০২৩ | আপডেট: ৭:৪২:পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০২৩

আহমেদ কাবির : এলাকার আর্ত সামাজিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় এবং পবিত্র রমজান উপলক্ষ্যে গরীব আসহায়দের সাহায্য প্রদানের লক্ষ্যে এক ফান্ড রেইজিং আয়োজন করে যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্টিত হয়েছে দিরাই এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট বার্মিংহাম ইউকের এক ইফতার ও দোয়া মাহফিল। সংগঠনের কার্যকরী কমিটির নানা সদস্য ও ট্রাষ্টি এবং কমিউনিটির নানা নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ২৭ মার্চ বার্মিংহামের লজেলসের মিষ্টিদেশ রেষ্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দিরাই এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট বার্মিংহাম ইউকের সভাপতি আব্দুল লতীফ জেপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিল পুর্ব আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন এমাদদুল হক লাভলু। আর ফান্ড রেইজিং কার্যক্রমের রিপোর্ট প্রদান করেন কোষাধ্যক্ষ আক্তার হোসেইন। স্বল্প সময়েও এলাকার আর্ত সামাজিক বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে সংগঠনের নানা কার্যক্রমের ভূয়সী করে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর সাদেক মিয়া শামসু,বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম,সেক্রেটারী খসরু খান,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ সুমন,সাধারণ সম্পাদক জয়নাল ইসলামসহ অন্যান্যরা। এসময় পবিত্র রমজান উপলক্ষ্যে এলাকার গরীব আসহায়দের সাহায্যে ফান্ড রেইজিং করা ছাড়াও সংগঠনের বর্তমান ও ভবিষ্যত কর্মপন্থা ও বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। আলোচনা শেষে এক বিশেষ দোয়া মাহফিল এবং পরে ইফতার মাহফিল অনুষ্টিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিরাই এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট বার্মিংহাম ইউকে‘র বাবলুর হোসেন বাবুল,আতাউর রহমান প্রমুখ।