বার্মিংহামের কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

প্রকাশিত: ৭:৪৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০২৩ | আপডেট: ৭:৪০:পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০২৩

আনোয়ার হোসেইন : একাত্তুরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা,দোয়া মাহফিল ও প্রবাসে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনের দিন ২৮ মার্চের প্রতিকী পতাকা উত্তোলনের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে বার্মিংহামের কেন্দ্রীয় শহীদ মিনার কমিটি। বাঙালী কমিউনিটির সিনিয়র সিটিজেন এবং নানা সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ আর প্রবাসী মহিলাদের উপস্থিতিতে গত ২৮ মার্চ বার্মিংহামের বাংলাদেশী মাল্টিপারপাস সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়। এতে আগত সকল অতিথিদের নিয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আনুষ্টানিকভাবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব নাসির আহমেদ ও মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ। এসময় বার্মিংহামে বহিঃ বিশ্বে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনের দিন ২৮ মার্চের আদলে প্রতিকী পতাকা উত্তোলন করা হয়। পরে বাংলাদেশী মাল্টিপারপাস সেন্টারের কনফারেন্স রুমে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান চুনুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ্ব নাসির আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের অন্যতম ডাইরেক্টর আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী এমবিই,মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডাক্তার এম এ খালেক,আব্দুর রশীদ ভূইয়া ও কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির অন্যতম সদস্য হেলাল আহমেদ। আলোচনা সভা শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত এবং বাংলাদেশের সুখ সমৃদ্ধি ও শান্তি কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।