রাইজিং ষ্টার ফুটবল একাডেমির বার্মিংহাম কাপ ফুটবল প্রতিযোগিতা

প্রকাশিত: ৮:০০ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০২৩ | আপডেট: ৭:৩৯:পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০২৩

আহমেদ কাবির : সুস্থ ও সুন্দর দেহ মনের জন্য খেলাধুলার বিকল্প নেই। প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মকে সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করে ফুটবল খেলার প্রতি আগ্রহী করে তুলতে নানাভাবে কাজ করে যাচ্ছে বার্মিংহামের বাঙালী ফুটবল প্রশিক্ষণ প্রতিষ্টান রাইজিং ষ্টার ফুটবল একাডেমি। তাদের নানা কার্যক্রমের অংশ হিসেবে বার্মিংহামের আষ্টন পার্কে কমিউনিটির ১৮ টি ফুটবল দলের অংশগ্রহনে অনুষ্ঠিত হয়েছে বার্মিংহাম কাপ -২০২৩ নামে এক সেভেন এ সাইড ফুটবল প্রতিযোগিতা। অংশ নেওয়া বিভিন্ন দলের খেলোয়াড়,কর্মকতা ও সমর্থক এবং বিপুল সংখ্যাক ক্রীড়ামোদী দর্শকদের উপস্তিতিতে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় তামেরা এফসিকে ৩-১ গোলের ব্যবধানে ট্রাইব্রেকারের মাধ্যমে পরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আষ্টন ষ্টাইকার্স। খেলাশেষে পুরস্কার বিতরণী অনুষ্টানে বিজয়ী ও বিজিত দলের মধ্যে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি এবং অংশ নেওয়া খেলোয়াড়দের মধ্যে বিশেষ মেডেল প্রদান করা হয়। এসময় আয়োজকদের পক্ষ থেকে পুরস্কার বিতরণীতে অংশ নেন ইয়াকুব,রিজ খান,নাসির ও গণি প্রমূখ।