আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে বার্মিংহামে সভা

প্রকাশিত: ৫:৪০ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৩ | আপডেট: ৫:৪০:পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৩

আহমেদ কাবির : আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে বার্মিংহামে এক সভা অনুষ্টিত হয়েছে। বার্মিংহামে বসবাসরত আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থক গোষ্ঠীর উদ্যোগে গত ১৫ এপ্রিল স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট জনদের উপস্থিতিতে বার্মিংহামের স্মলহিথের পানসি রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়। সভায় মিডল্যান্ডস আওয়ামীলীগের সভাপতি হিফজুর রহমান খানের সভাপতিত্বে ও অনুষ্টানের আয়োজকদের অন্যতম শামীম আহমদ,জুবের আলম ও জয়নাল ইসলামের যৌথ পরিচালনায় রুহুল আহমদ লিটনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে আধ্যাত্মিক পর্যটন নগরী ও স্মার্ট বাংলাদেশের প্রথম স্মার্ট সিলেট নগরী গড়ার পাশাপাশি মহানগরের সব সুযোগ-সুবিধা নগরবাসীর জন্য সুনিশ্চিত করতে এবং প্রবাসীদের জন্য কাজ করার অভিপ্রায় ব্যক্ত করে অনুষ্টানের আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশ থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে বক্তব্য রাখেন মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আনোয়ারুজ্জামান চৌধুরী। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বার্মিংহাম আওয়ামীলীগের সভাপতি কবির উদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন বার্মিংহাম আওয়ামীলীগের সহ-সভাপতি-কাউন্সিলর সাদেক মিয়া সমছু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বার্মিংহাম আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ মর্তুজা আলী,বুলন চৌধুরী,মোস্তফা কামাল বাবলু, মিডল্যান্ডস আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ ওয়াসিমুজ্জামান,বার্মিংহাম আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামাল আহমদ,নুরুল ইসলাম কিসলু,কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম,প্রচার সম্পাদক নাসির আহমদ শ্যামল,সাংস্কৃতিক সম্পাদক সাইফুর বাসিক,সদস্য আশিক মিয়া,সুহেল আলী,লোকমান কাজী,সাইফুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা প্রবাসীদের প্রতিনিধি হিসেবে এবং আসন্ন নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীকে মনোনয়ন দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জোর দাবী জানান। উল্লেখ্য আগামী ২১শে জুন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্টিত হবে।