ব্রিটিশ বাংলা সোসিয়াল ক্লাবের উদ্যোগে বার্মিংহামে দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশিত: ৫:৫৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৩ | আপডেট: ৫:৫৪:পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৩

আহমেদ কাবির : সৃজনশীল নানা কর্মকান্ডের মাধ্যমে কমিউনিটির উন্নয়নে কাজ করার প্রত্যয়ে গঠিত সামাজিক সংগঠন যুক্তরাজ্যের বার্মিংহামের ব্রিটিশ বাংলা সোসিয়াল ক্লাবের উদ্যোগে কমিউনিটির মানুষদের সম্মানে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দল-মত নির্বিশেষে বার্মিংহামের বাঙালী কমিউনিটির বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ সর্বস্থরের প্রবাসী বাঙালীদের উপস্থিতিতে গত ১২ এপ্রিল বার্মিংহামের স্মলহীথের এম টি ক্যাটারিং এর হলরুমে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ব্রিটিশ বাংলা সোসিয়াল ক্লাব বার্মিংহামের বোর্ড অফ ম্যানেজিং ডাইরেক্টর বাহার উদ্দিন ও এসিসটেন্ট ম্যানেজিং ডাইরেক্টর মোসাদ্দেক হোসেন শ্যামলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলপুর্ব এক সংক্ষিপ্ত আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বোর্ড অফ চেয়ারম্যান গোলাম মোস্তফা লিমন। এসময় সংগঠনটির প্রতিষ্টার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে কমিউনিটির মানুষদের অবহিত করা হয়। দোয়া ও ইফতার মাহফিলপুর্ব আলোচনায় অতিথি হিসেবে যোগ দেন বাঙালী কাউন্সিলর সাদেক মিয়া শামসু ও আষ্টনের কাউন্সিলর আইয়ুব খান। বক্তব্য রাখেন বার্মিংহাম বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলু,বার্মিংহাম আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী মাখন ও যুগ্ম সম্পাদক কামাল আহমেদ,যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা আব্দুল লতিফ জেপি,কমিউনিটি নেতা রঞ্জু মিয়াসহ ব্রিটিশ বাংলা সোসিয়াল ক্লাবের বিভিন্ন নেতৃবৃন্দ। এসম ব্রিটিশ বাংলা সোসিয়াল ক্লাবের কার্যনির্বাহী কমিটি,উপদেষ্টা ও পরিচালকমন্ডলীর সদস্যদের নাম ঘোষণা করে সকলকে মঞ্চে এসে পরিচয় করিয়ে দেন সংগঠনের উপদেষ্টা সংস্কৃতিকর্মী ফয়ছল আহমেদ এবং সংগঠনের ভবিষ্যত নানা কার্যক্রমকে সফল করতে কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করেন।