বার্মিংহামে ওয়েষ্ট মিডল্যান্ডস মুসলীম সোসাইটির দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশিত: ৬:১৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৩ | আপডেট: ৬:১৮:পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৩

আহমেদ কাবির : বার্মিংহামের বাঙালী মুসলীম কমিউনিটির নানা নেতৃবৃন্দসহ বিভিন্ন ইসলামিক প্রতিষ্টানের দায়িত্বশীল এবং সর্বস্থরের মুসল্লীদের অংশগ্রহণে যুক্তরাজ্যের বার্মিংহামে ওয়েষ্ট মিডল্যান্ডস মুসলীম সোসাইটির উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৯ এপ্রিল বার্মিংহামের স্মলহীথের কভেন্ট্রি রোডের মিষ্টিদেশ রেষ্টুরেন্টে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দোয়া ও ইফতার মাহফিল পুর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় যোগ দিয়ে বক্তারা রমজানের পবিত্রতা ও তাৎপর্য নিয়ে বিশদ আলোচনা করেন এবং প্রবাসে নতুন প্রজন্মের কাছে ইসলামী শিক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহবান জানান। ওয়েষ্ট মিডল্যান্ডস মুসলীম সোসাইটির সভাপতি সৈয়দ জামিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৌলানা লুৎফুর রহমান বেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিল পুর্ব এই সংক্ষিপ্ত আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বার্মিংহামে জামে মসজিদ ও ইসলামিক সেন্টার পরিচালনা কমিটির চেয়ারম্যান ব্যরিষ্টার মোহাম্মদ ঈসমাইল,ভাইস চেয়ারম্যান মোলানা মোকাররাম হাসান,খেলাফত মজলিস বার্মিংহামের সভাপতি টিভি উপস্থাপক মৌলানা এনামেুল হাসান সাবির,কমিউনিটি নেতা আব্দুল লতীফ জেপি,কল্যাণ পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মামুন আহমেদ প্রমূখ। অনুষ্টানের বিশেষ আকর্ষণ ছিলো সুমধুর নাশিদ পরিবেশনা।