কুলাউড়ার মধ্য জয়পাশা জামে মসজিদে দারুল ক্বিরাত শিক্ষার্থীদের বিদায়ী ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৩ | আপডেট: ১১:১৭:অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৩

কুলাউড়ায় মাসব্যাপী দারুল ক্বিরাত অংশ নেওয়া শিক্ষার্থীদের বিদায়ী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২০ এপ্রিল বিকালে কুলাউড়া পৌরসভার মধ্য জয়পাশা জামে মসজিদে দারুল ক্বিরাত মজিদিয়া খামিছ শাখা কমিটির সভাপতি মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে ও মসজিদের ইমাম মাও, হাবিবুর রহমান হাসানী এর পরিচালনায় দারুল ক্বিরাত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী ফজলুল হক খান সাহেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সিনিয়র সহ সভাপতি মোঃ খালেদ পারভেজ বখশ, মধ্য জয়পাশা জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুল আজিজ নিয়াজি ও সাধারন সম্পাদক এহসান আহমদ টিপু, মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মোঃ হারুনুর রশীদ বখশ, মধ্যজয়পাশা জামে মসজিদে দারুল ক্বিরাত মজিদিয়া খামিছ শাখার শিক্ষক মাও, আব্দুস সৈয়দ আব্দুল মুঈদ মুত্তাকী, দারুল ক্বিরাত কমিটির নাজিম মোঃ মাসুদুর রশীদ বখশ, সৌদি প্রবাসী আহমদ আল জুম্মান, আজিজুর রহমান রোকন, জাহাঙ্গীর আলম চৌধুরী, রেদোয়ান বখশ রাহাত প্রমুখ। অনুষ্ঠানে দারুল ক্বিরাতে প্রধান অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী ফজলুল হক খান সাহেদ ও বিশেষ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার হিসেবে বিভিন্ন ইসলামী বই প্রদানের মাধ্যমে মাসব্যাপী কুরআন শিক্ষা ও দারুল ক্বিরাতের সমাপনী হয়।

 

 

 

২০২৩ সালে পবিত্র রামাদ্বান মাসে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্টের অধীনে বাংলাদেশ’সহ বহির্বিশ্বে সহিশুদ্ধভাবে কোরআনুল কারীম পাঠদান করেছেন প্রায় ৫ লক্ষ ৩৪ হাজার শিক্ষার্থী। এ তথ্য নিশ্চিত করেন কেন্দ্রের প্রধান নাজিম হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

 

 

 

 

উলেখ্য, দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট কুলাউড়া লতিফিয়া ক্বারী সোসাইটির অধীনে প্রতিবছর প্রথম রমজান থেকে একযোগে দারুল ক্বিরাত অনুষ্ঠিত হয়ে আসছে। দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট প্রতিষ্ঠাতা জৌনপুরী সিলসিলার অন্যতম বর্যুগ মাজাদ্দিদে যামান, শামসুল উলামা হযরত আল্লামা মোহাম্মাদ আব্দুল লতীফ চৌধুরী ছাহেব ক্বিবলাহ ফুলতলী (রহ.) ১৯৪০ সালে ট্রাষ্ট গঠন নিজ বাড়িতে এ কার্যক্রম শুরু করেন।