পুলিশের তৎপরতায় মুয়াজ্জিন হত‍্যা মামলার আরো দুই আসামি গ্রেফতার

প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩ | আপডেট: ১১:৫০:পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩

 

 



  সাব্বির আকাশ, মাধবপুর হবিগঞ্জ:



 

 

 

হবিগঞ্জের মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামে ঈদের দিন উচ্চ শব্দে সাউন্ড বক্সে গান বাজানোর ঘটনার প্রতিবাদ করায় মসজিদের মুয়াজ্জিন ইরফান আলীকে হত‍্যা মামলার পলাতক আসামী দুই সহোদর কে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন একই গ্রামের সেলিম মিয়ার ছেলে জয়নাল মিয়া(২৭) তার ছোট ভাই শুভ (১৯)।

মামলার তদন্তকারী কর্মকর্তা মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান গোপনসূত্রে খবর পেয়ে এক দল পুলিশ সহ কিশোরগঞ্জ জেলার হোসেনপুর বাজারে একটি ফার্নিচারের দোকানে শুক্রবার সকালে অভিযান চালিয়ে আলোচিত মুয়াজ্জিন হত‍্যা মামলার অন‍্যতম আসামী দুই সহোদর কে গ্রেফতার করা হয়। মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান ,আলোচিত হত‍্যা মামলায় এ নিয়ে প্রধান আসামী সহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

চতুর জয়নাল ও শুভ হত‍্যা কান্ডের পর আত্নগোপনে গিয়ে গ্রেফতার এড়াতে কিশোরগঞ্জের হোসেনপুরে গিয়ে একটি ফার্নিচার কারখানায় কাজ নেয়। শনিবার গ্রেফতার দুই সহোদরকে আদালতে পাঠানো হবে।