যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন : যুক্তরাজ্যে সোনালী পে ইউকে মানি ট্রান্সফার শুরু করছে

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৩ | আপডেট: ৩:৫৮:অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৩

বৈধ উপায়ে বাংলাদেশে অর্থ প্রেরণে সর্ব্বোচ্চ সেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে শীঘ্রই যুক্তরাজ্য থেকে বাংলাদেশে মানি ট্রান্সফার কার্যক্রম শুরু করছে বাংলাদেশের প্রাচীনতম স্বনামধন্য ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেডেরই প্রতিষ্টান সোনালী পে ইউকে। যুক্তরাজ্যের ফিন্যান্সিয়াল কনডাক্ট অথরিটি (এফসিএ) থেকে গত ১৫ জুন আনুষ্টানিকভাবে অনুমোদন পাওয়ায় সোনালী পে ইউকে একটি অনুমোদিত পেমেন্ট প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে যার মাধ্যমে সোনালী ব্যাংক লিমিটেডের অধীনে সোনালী পে ইউকে লিমিটেড (সোনালী পে) দেশে অর্থ প্রেরণের এই পরিসেবা চালু করতে যাচ্ছে। গত ২৩ জুন সোনালী পে (যুক্তরাজ্য) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে প্রবাসী বাংলাদেশীদের দ্রুত ও নিরাপদে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্টানটির পক্ষ থেকে আস্থা ও নির্ভরতার সাথে গ্রাহক সেবা করারও প্রত্যয় ব্যক্ত করা হয়। উল্লেখ্য,বাংলাদেশের প্রাচীনতম স্বনামধন্য ব্যাংক সোনালী ব্যাংকের অধীনে লন্ডন বার্মিংহাম ও ওল্ডহামে নিজস্ব শাখার মাধ্যমে সোনালী ব্যাংক দীর্ঘদিন যুক্তরাজ্যের প্রবাসী বাঙালীদের সেবা প্রদান করেছে। আইনী জটিলতার কারণে গত বছরের আগস্টে সোনালী ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তখন সোনালী ব্যাংক লিমিটেড যথাযথ প্রক্রিয়ায় সোনালী পে নামে এফসিএ থেকে এপিআই লাইসেন্স গ্রহণের প্রক্রিয়া শুরু করে। প্রায় এক বছর পর গত ১৫ জুন এফসিএ থকে অনুমোদিত লাইসেন্স পাওয়ায় বাংলাদেশে রেমিটেন্স প্রেরণে সোনালী পে এর আর কোনো ধরনের বাধা নেই। তাই প্রতিষ্ঠানটি খুব শীঘ্রই আনুষ্ঠানিক কার্যক্রমের মাধ্যমে প্রবাসীদের সেবা করা শুরু করবে। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশীরা অনলাইন পোর্টাল ও মোবাইল এপ্সের মাধ্যমে ২৪ ঘন্টাই ঘরে বসেও স্বদেশে টাকা পাঠাতে পারবেন। তাছাড়া, সোনালী পের লন্ডন ও বার্মিংহ্যাম শাখার ক্যাশ কাউন্টার থেকেও রেমিটেন্স পাঠাতে পারবেন।

সংবাদ বিজ্ঞপ্তি।