চুনারুঘাটে দুদিনব্যাপী সাহিত্যমেলা ২০২৩ সমাপনী অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৩ | আপডেট: ১০:৫১:অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৩
এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় সাহিত্য  ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সামনে রেখে  উপজেলা সাহিত্যমেলা ২০২৩ সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই)বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে  দুদিন ব্যাপী এ সাহিত্যমেলার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও চুনারুঘাট মাধবপুর আসনের সাংসদ এডভোকেট মাহবুব আলী এমপি,বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আবদুল কাদির লস্কর।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠান উপস্থাপন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী বলেন, সাহিত্য ও সংস্কৃতি চর্চার প্রতি অধিক যত্নবান হওয়ার আহ্বান করেন।
 এসময় উপজেলা ও জেলা থেকে আগত সাহিত্য ও সংস্কৃতি ব্যক্তিত্বগণের উপস্থিতিতে মিলনমেলা পরিনত হয়ে উঠে।এতে কবি,সাহিত্যিক,সংস্কৃতি,গীতিকার, পুতি পাঠকগণ তাদের অংশবিশেষ পাঠ করেন।এতে উপজেলার বিভিন্ন পাঠাগার,লাইব্রেরি সহ বিভিন্ন সংস্থা স্ব স্ব স্টলে অংশ গ্রহন করে।এবং বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীগণ উপস্থিত হোন।
এতে উপজেলার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক,সরকারি কর্মকর্তা কর্মচারী ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
 উল্লেখ্য,২৭ জুলাই বৃহস্পতিবার থেকে সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে দ্বিতীয় দিনের অনুষ্ঠান শেষে আজ বিকালে সমাপনী অনুষ্ঠিত হয়।