শাহজালাল জামে মসজিদে চার সপ্তাহ ব্যাপি বিশেষ কেরাত প্রশিক্ষণ

প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২৫ | আপডেট: ১১:১৪:পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২৫

শাহিন চৌধুরী , বার্মিংহাম থেকে:

দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইউকে কর্তৃক অনুমোদিত টিপটন শাহজালাল জামে মসজিদে চার সপ্তাহ ব্যাপি বিশেষ কেরাত প্রশিক্ষণ শেষে গ্র্যাজুয়েশন অ্যান্ড অ্যাওয়ার্ড সিরিমনি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশা পাশি অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট ইউকে অনুমোদিত বৃটেনের বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানে বিশেষ কিরাত প্রশিক্ষণ কোর্স পরিচালিত হচ্ছে। রোববার স্যান্ডওয়েলের টিপটন শাহজালাল জামে মসজিদে গ্র্যাজুয়েশন প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পাগড়ী ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে দারুল কিরাতের শিক্ষার্থীরা সুললীত কণ্ঠে তাদের কুরআন তেলাওয়াত পরিবেশন করেন। অনুষ্ঠানে গ্র্যাজুয়েশন প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

 

হাজী মনতাজ আলীর সভাপতিত্বে ও প্রধান কারী মাওলানা নুরুল আমীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের প্রিন্সিপাল মাওলানা কাদির আল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজি কমিটির সেক্রেটারী খোরশেদুল হক, আল ইসলাহ স্যান্ডওয়েল শাখার সভাপতি মাওলানা রফিক আহমদ।
বক্তব্য রাখেন মাওলানা ফারুক আহমদ, মাওলানা আব্দুল মুনিম সহ আরো অনেকেই।