ওয়ালসলে বেঙ্গল ষ্টার স্পোর্টস এসোসিয়েশনের ফুটবল প্রতিযোগিতা

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৫ | আপডেট: ১০:৪১:অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৫

রাকিব আহমেদ : প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের বাঙালীদের খেলাধুলার বিষয়ে আগ্রহী করার লক্ষ্যে বার্মিংহামের নিকটবর্তী ওয়ালসলের বেঙ্গল ষ্টার স্পোর্টস এসোসিয়েশনের উদ্যোগে ক্ষুদে ফুটবলারদের নিয়ে এক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় অংশ নেওয়া বিভিন্ন দলের খেলোয়াড় কর্মকর্তা সমর্থক ও অভিভাবকসহ বিপুল ক্রীড়ামোদী দর্শকদের উপস্থিতিতে ১৮ অক্টোবর শনিবার ওয়ালসলের ব্রডওয়ে ওয়েষ্ট প্লেয়িং ফিল্ডস এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিনটি ক্যাটাগরীতে ছয় থেকে ষোলো বছর বয়সী ক্ষুদে ফুটবলারদের নিয়ে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় অংশ নেওয়া বাঙালী শিশু কিশোররা ছাড়াও অংশ নেয় সংখ্যালঘু কমিউনিটিরও অনেক খেলোয়াড়। নিজেদের সন্তানদের উৎসাহ যোগাতে আসা অভিভাবকরা উপভোগ করেন এই প্রতিযোগিতা। বিপুল সংখ্যাক মহিলার উপস্থিতি ছিলো লক্ষনীয়। খেলা শেষে পুরস্কার বিতরণীতে অংশ নেন আয়োজক সংগঠন বেঙ্গল ষ্টার স্পোর্টস এসোসিয়েশনের সভাপতি শফিক মিয়া,সহ সভাপতি ময়না মিয়া,সাধারণ সম্পাদক ইলিয়াস খোন্দকার,কোষাধ্যক্ষ ছুরুক মিয়া,স্থানীয় কাউন্সিলর নওয়াজ ও ওয়ালসলের কাউন্সিলের কর্মকর্তা নাহিদ আহমেদ প্রমূখ। উল্লেখ্য ওয়ালসল কাউন্সিলের সহযোগিতায় উক্ত প্রতিযোগিতায় মুল স্পন্সর ছিলো এফবি সুপার মার্কেট ও সি মস টেকনোলজী ওয়ালসল।