কবিতা

প্রকাশিত: ১:৩৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৫ | আপডেট: ১:৩৬:পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৫

এতিমের আকুতি

মোহাম্মদ মুফিদুল গনি মাহতাব

স্বপনে দেখাইও, স্বপনে দেখাইও
আমার প্রানের বাবা মারে।
জানি তারা শুয়ে আছেন মাটির কবরে।

আমার বাবা মায়ের আদর সোহাগ
স্নেহ মমতায় ভরা ছিলো তাদের রাগ অনুরাগ
কেউতো দেয়না আর সেই মমতা এই ভবের পরে।
জানি তারা শুয়ে আছেন মাটির কবরে।

মা বাবা মোর জান্নাতের ফুল
তাদের হারিয়ে আমি ভীষন আকুল
আসবেননা তারা এই দুনিয়ায় আর কখনও ফিরে।
জানি তারা শুয়ে আছেন মাটির কবরে।

আমার বাবা মায়ের কবর
বানাই দেও আল্লাহ জান্নাতের ঘর
তাদের কোলে জাগা দিও আমায় রোজ হাসরে।
জানি তারা শুয়ে আছেন মাটির কবরে।

মা বাবার কথা সদা হয়রে স্মরন
কেঁদে কেঁদে মোর যায়রে জীবন
স্বপনে এসে হাত বুলাইও আমার মাথা ধরে।
জানি তারা শুয়ে আছেন মাটির কবরে।

আমি এতিম গোনাহগার
তওবা করছি বারবার
দয়াল নবীজীর শাফায়াত যেনো পাই রোজ হাসরে।
জানি তারা শুয়ে আছেন মাটির কবরে।