
মোহাম্মদ মুফিদুল গনি মাহতাব 
বিশ্বজোড়া অশান্তী আর যুদ্ধের দাবানল
লাখো লাখো মুসলিম নিধন করছে জালেমের দল।
আর কত রক্তে রঞ্জিত করবে মাসুমের দেহ
নিদ্রাচ্ছন্ন মুসলিম জাতী চোখ মেলো নাই কেন কেহ?
আপন বৈভব , শান শওকত নিয়ে ব্যস্থ মুসলিম নামের ভাই
তোমারই ভাইবোন আজ নির্মতার শিকার চোখ মেলে কেনো দেখ নাই।
হাজারো মায়ের কুল খালি করে তামাশায় লিপ্ত নরপিশাচের দল
লাখো মাসুমের খন্ডিত দেহ , তা দেখে কি তোমার চোখে আসে না জল।
সব হারানো মায়ের আর্তনাদ, আর শ্রষ্টার কাছে ছবরের দীর্ঘশ্বাস
আল্লাহর দেয়া মাল আল্লাহ নিয়ে গেছেন দেখে আপন সন্তানের লাশ।
প্রতিদিন , প্রতি ক্ষণে নারকীয় হত্যাযজ্ঞ জালেম হায়েনাদের হাতে
ক্ষুধার্ত অবুজ শিশুটিরও নিস্থার নেই যবে দাড়ায় রিলিফের খাবার আনতে।
গুলি করে ঝাজরা করে মাসুমের দেহ আর তার হাতের থালা
এতো নিমর্মতা দেখেকি কারো অন্তরে জাগেনা প্রতিশোধের জ্বালা।
ঘুমিয়ে আছি , মোর ভাইয়ের প্রতি নাই মোর কোন সহানূভূতি
জেনে রাখো আমাদের সকলেরও একদিন নিভে যাবে জীবন বাতি।
দুহাত বাড়িয়ে দেই এসো মোরা সকলে জীবনের সময় থাকতে
আরাম আয়েশ ছেড়ে ঝাপিয়ে পড়ি পাষান্ড জালেমদের রুখতে।
শ্রষ্টার কাছে দোয়া করি মুক্ত করো হে আল্লাহ নির্যাাতিত ফিলিস্থিন!
বাড়িয়ে দাও মোদের ইমানি শক্তি আর ফিরিয়ে দাও শান্তির দিন।