বিএনপিকে সংকীর্ণতা থেকে বেরিয়ে নির্বাচনে অংশ নেয়ার আহবান জানালেন পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০২২ | আপডেট: ১২:১৪:পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০২২
জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, মানুষ উন্নয়নের পক্ষে জেগে উঠেছে যেভাবে একাত্তর সালে স্বাধীনতার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জেগে ছিল ঠিক সেইভাবে তাঁর সুযোগ্য তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের পক্ষে জেগে উঠেছে দেশের মানুষ । তিনি বলেন, বাংলাদেশ নামক রাষ্ট্র আর বাংলাদেশ আওয়ামী লীগ একসূত্রে গাঁথা। আওয়ামী লীগ আইনের শাসন ও গণতন্ত্রে বিশ্বাসী। নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্হা রয়েছে। তিনি বিএনপি কে উদ্দেশ্য করে বলেন, আপনারা সংকীর্ণতা থেকে বেরিয়ে এসে নির্বাচনে অংশ নিন। নির্বাচন কমিশনের প্রতি আস্হা রেখে আসুন, সুষ্ঠু নির্বাচন করি। সমান মাঠে খেলি। আমরা খেলার জন্য তৈরি আপনারা ঘরে না বসে খেলার জন্য তৈরি হোন। পরিকল্পনামন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন শেখ হাসিনার সরকার অবহেলিত বঞ্চিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটি মহল তা সহ্য করতে পারছে না বলে ষড়যন্ত্র করছে দেশের বিরুদ্ধে। দেশের সামগ্রিক অগ্রগতি দেখে তাঁরা দিশেহারা হয়ে গেছে।

আজ শুক্রবার জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে দলীয় কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের পরিচালনায় এতে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ। সভায় গত ২ নভেম্বর উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান কে ফুল দিয়ে বরন করা হয়। এসময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আগামী ৭ নভেম্বর রানীগঞ্জ সেতু উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্হিত থাকতে সকলের প্রতি আহ্বান জানান।