ইতালি রোমে সঞ্চারী সংগীতায়নের শিক্ষার্থীদের নিয়ে বিজয় দিবস উপলক্ষে বিশেষ আয়োজন

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৩ | আপডেট: ৬:২৫:অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৩

 

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:

 

সবুজের বুকে রক্তিম সূর্যের আলো ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। বাংলা বিজয়ের আনন্দের সুর-ছন্দ আজ বেজে উঠে, দেশের বাইরে বেড়ে ওঠা শিশুদের অন্তরেও।

সঞ্চারী সংগীতায়নের শিক্ষার্থীদের পরিবেশনায় ইতালি রোম যেন বিজয় দিবসে সেজেছে আরেক বাংলাদেশ। মাথায় ফুলের খোপা, গা‘য়ে লাল সবুজের শাড়ি কে বলবে ! ওরা ভিন্ন সংস্কৃতির মাঝে বেড়ে ওঠছে? ওদের কন্ঠে গৌরবোজ্জ্বল বিজয়ের গান, কবিতা আর নৃত্যে ফুটিয়ে তোলে সেই গর্বের ইতিহাস। এরাই বিশ্ব জয়ে উড়াবে বাংলার আগামীর বিজয় কেতন বাংলার গৌরব যেন, রোমের নতুন প্রজন্মের সারা অঙ্গে, আজ সেই বিজয় আনন্দে আনন্দিত তারা।

 

 

বিজয় দিবসের আয়োজনই নয়, প্রায় ১০ বছর ধরে বাংলার কৃষ্টি-সংস্কৃতি ইতালি প্রবাসী শিশুদের মনে বুনন করে চলেছেন এই সঞ্চারী সঙ্গীতায়ন।

শুধু দেশেই নয়, মুক্তিযোদ্ধের এই বিজয়ের ইতিহাস ছড়িয়ে পড়েছে বিশ্বজুঁড়ে, লালন করছে প্রতিটি প্রবাসী বাঙ্গালী। দেশের ভাষা, কৃষ্টি-সংস্কৃতি তথা শিশুদের কাছে বাংলাদেশকে পৌচ্ছে দেয়ার গুরুত্বের কথা বলেন ইতালি প্রবাসী বাংলাদেশীরা।