ইতালির ভেনিসে এনটিভি ইউরোপের সিও ও ডিরেক্টর সাবরিনা হোসাইনকে সংবর্ধনা দিয়েছে অল ইউরোপিয়ান বাংলাদেশ প্রেসক্লাব

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৪ | আপডেট: ৭:৪৪:অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৪

ইতালি প্রতিনিধি:


দেশের বাইরে প্রবাসে সাংবাদিকতা চ্যালেঞ্জিং আখ্যা দিয়ে সাবরিনা হোসাইন বলেন, জীবনের মূল্যবান সময় দিয়ে সংবাদকর্মীরা গঠনমূলক ও আলোকিত কমিউনিটি নির্মাণের পাশাপাশি নতুন প্রজন্মকে বাংলা বর্ণমালা এবং বাংলাদেশী সংস্কৃতি তুলে ধরতে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছেন। তিনি এ সংগঠনের ঐক্য এবং গনতান্ত্রিক সাংগঠনিক চর্চা করার তাগিদ দিয়ে আরো বলেন, অনৈক্য ও দ্বিধা-দ্বন্দ্ব সংগঠনের অন্তরায় হতে না পারে , এজন্য সকলকে গঠনতন্ত্র এবং নিয়ম শৃঙ্খলার নিরিখে এগিয়ে চলার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে সাবরিনা হোসাইন ১৮ এপ্রিল ভেনিসে অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবরিনা হোসাইন কথাগুলো বলেন।

 

অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের উদ্যোগে ইতালির ভেনিসে সংবর্ধিত হন এনটিভির সিইও ও ডিরেক্টর সাবরিন হোসাইন। ইউরোপে সাংবাদিকদের পরিবার খ্যাত আয়েবাপিসির আয়োজনে কমিউনিটি ও সাংবাদিকের উষ্ণ ভালোবাসায় সিক্ত হন সাবরিনা হোসাইন। সংগঠনের উপদেষ্টা মনোয়ার ক্লার্কের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বকুল খানের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন এনটিভির ডিরেক্টর মোস্তফা সারোয়ার, বিশিষ্ট প্রপার্টি বিজনেসম্যান কাজি আরিফ, এনটিভি ইউরোপের হেড অব নিউজ চয়ন সামি। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহ সভাপতি সেলিম আলম , যুগ্ম সম্পাদক আবুল কালাম মামুন ও নাজমুল হোসেন , সাংগঠনিক সম্পাদক মিনহাজ হোসেন , সাংবাদিক মাকসুদ হুসেন , মোহাম্মদ সোহাগ , জাকির হুসেন , সুমন সরকার প্রমুখ।