ইতালির মিলানে রকমারি সাজে নানান আয়োজনে প্রবাসীদের বৈশাখী অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৪ | আপডেট: ৬:৫৪:অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৪

ইতালি প্রতিনিধি
বিদেশিদের নিকট আমাদের কৃষ্টি তুলে ধরতে নানান আয়োজনে পালন করা হয়েছে বৈশাখী উৎসব। মিলানের জনপ্রিয় কণ্ঠশিল্পী জিসা শ্যাম ও কৃষ্ণ চন্দ্র কর এর উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালয় এই বৈশাখ পালিত হয়। অনুষ্ঠানে অশগ্রহণকারী নারী পুরুষদের পাশাপাশি ছোট শিশুদের বৈশাখী পোশাক সকলের নজর কারে।
দুপুরে সকলকে নিয়ে রকমারি বর্তা ও ইলিশ মাছ দিয়ে পান্তা ইলিশ দিয়ে আপ্পায়ন করা হয়। প্রবাসের মাঠিতে এতো স্বাধের পান্তা ইলিশ খেয়ে আয়োজকদের প্রশংসা করেন উপস্থিত সকলেই।
এসো হে বৈশাখ এসো এসো এই গানের মধ্য দিয়ে কৃষ্ণ চন্দ্র কর এর উপস্থাপনায় শুরু হওয়া বৈশাখীর সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জিশা শ্যাম ,ব্রেসিয়া থেকে আগত এমিলি সাহা ,অরুপ দত্ত, গুরু মনির সুদীপ সরকার ,রুমেল ও শিবাংগী।
দলীয় সংগীত ও একক সংগীতের সাথে মোনালিসা,মৌমিতা ,জয়িতা ,কথা ,ঐতি র নৃত্য ছিল চোখে পড়ার মত।
ভিন্ন ধর্মী বৈশাখীর এই আয়োজনে সার্বিক সহযোগিতা করেন
জিশা শ্যাম ,কথা আইচ,ঝুমা রানি ,সুমি কর্মকার,লিপি বনিক,ক্ষমা রানী দেবী
,ঐতি রায়,ঝুমুর সুতপা পাল,মোনালিসা ভৌমিক,এমিলি সাহা,রিংকু মজুমদার
,জুই দেবনাথ,রেশমা আখতার,রেখা দাশ,তমা দেব,শিবাংগী প্রমুখ।
এছাড়াও প্রবাসে কর্মব্যস্ততার মধ্য ও পরিবার পরিজন নিয়ে সুন্দর বৈশাখীর আয়োজনে সার্বিক পরিচালনা ও তত্ত্বাবধানে ছিলেন কৃষ্ণ চন্দ্র কর, সুমন দে
,অনুপম মজুমদার , প্রবীর রায়, মৃনাল বনিক, সাগর কর্মকার , পংকজ পাল
,সুদীপ সরকার, বাসুদেব মজুমদার , তাপস চৌধুরী ,তুফায়েল রুমেল, সবুজ আইচ, সরন সাহা
,জয় সাহা আরজু, প্রান্তু দে,সাগড় মল্লিক, শিমুল সরকার, গৌতম মজুমদার
,মনদন চন্দ, ছিকে অনিক, বিজয় চন্দ, পুলক দাস , রাজীব , বিজন, শান্ত, অনন্ত, রাজ, মৃদুল ও সুজন।
আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞত্যা জানান এবং আগামীতে আরো বড় পরিসরে এই বৈশাখী অনুষ্ঠান করার আশাবাদ ব্যক্ত করেন।