বিপ্লবোত্তর দেশগড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ।

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৫ | আপডেট: ১২:২৫:অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৫

বা কা ডেস্ক: দেশ কোন জাতি গোষ্ঠীর একক সম্পদ নয় জুলাই বিপ্লবের কৃতিত্ব ও একক কোন দলের নয়। ফ‍্যাসিবাদ তাড়াতে আপামর ছাত্রজনতার আন্দোলনে আবাল বৃদ্ধ শিশু কিশোররা মাঠে নেমে বিপ্লবকে তরান্বিত করেছে।

খেলাফত মজলিস বার্মিংহাম শাখার জুলাই ২৪ এর ফ‍্যাসিবাদ বিরুধী আন্দোলনের বর্ষপূর্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ একথাগুলো বলেন।

শাখা সভাপতি মাওলানা আ ফ ম শুয়াইবের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা আহমদ হুসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আব্দুল কাদির সালেহ আরো বলেন জুলাই বিপ্লবের ক্রেডিট দাবিদার এখন অনেক বেরিয়েছেন, দীর্ঘ সতেরো বছর দেশ বিদেশে অব‍্যাহত আন্দোলনের ফসল এই বিপ্লব সুতরাং কেউ একক ক্রেডিট দাবি করে দেশকে পিছিয়ে দিতে চেষ্টা করবেন না। দেশ গড়তে ঐক্যবদ্ধ ভাবে কাজ করুন।

গতকাল বার্মিংহামের স্মলহিত মিষ্টিদেশ রেষ্টুরেন্টে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের সভাপতি মাওলানা মুফতি তাজুল ইসলাম কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য সর্ষিনার পীর মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী,শায়খুল হাদীস মাওলানা আব্দুশ শহীদ ছাম্পারখান্দি, যুক্তরাজ্য নর্থের সেক্রেটারি মাওলানা এনামুল হাসান ছাবির।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য নর্থের সহ সভাপতি আলহাজ্ব আব্দুল মালিক পারভেজ, আলহাজ্ব ইনামুর রহমান, মাওলানা আনহারুল ইসলাম চৌধুরী, কবি মুফিদুল গণি মাহতাব, আলহাজ্ব আব্দুল গনি, বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ আল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা হাবীবুর রহমান, বার্মিংহাম মুসলিম ইউনাইটেড সোসাইটির সভাপতি মাওলানা আব্দুল্লাহ সুহাইল।

স্হানীয়দের মধ্যে বক্তব্য রাখেন বার্মিংহাম শাখার সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ, হাফেজ মাওলানা শাহেদ আহমদ, হাফেজ আনোওয়ারুল হক, লন্ডন মহানগরীর সহ সেক্রেটারি মাওলানা দিলওয়ার হুসাইন, সহ সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান, মাওলানা সাইফ রহমান, বায়তুলমাল সম্পাদক মাওলানা ইউসুফ বিন আকিল, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুশ শাকুর, যুব বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শাফিউল ইসলাম, অফিস সম্পাদক আলহাজ্ব আব্দুস শহীদ, হাজী হান্নান উল্লাহ, দেওয়ান তারেক রাজা চৌধুরী।

বিভিন্ন কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব কলিমউল্লাহ বকুল, আলহাজ্ব গয়াস মিয়া, হাজী নুর মিয়া। প্রমুখ।