মাষ্টার শেফ প্রমোশনস- ২০২৫ এর শর্টলিষ্ট ঘোষনা ; ২২ টি ক্যাটাগরীতে এওয়ার্ড

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৫ | আপডেট: ১১:০৮:অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৫

আহমেদ সুহেল  : আগামী ২৭ অগাষ্ট বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাওয়া বৃটেনের ক্বারী শিল্পের অন্যতম বৃহৎ প্রেষ্টিজিয়াস ইভেন্ট মাষ্টার শেফ প্রমোশনস বিসনেস হসপিটালিটি ও এক্সেলেন্স এওয়ার্ড – ২০২৫ এর প্রাথমিকভাবে শর্টলিষ্টে অর্ন্তভ‚ক্ত হওয়া প্রতিষ্টানের নাম ঘোষনা করা হয়েছে। যুক্তরাজ্যের বিভিন্ন শহরের ক্বারি শিল্পের বিভিন্ন উদ্যোক্তাসহ কমিউনিটির নানা শীর্ষজন এবং মুলধারার বিভিন্ন উচ্চ পদস্থদের উপস্থিতিতে গত ১১ অগাষ্ট মিডল্যান্ডসের কভেন্ট্রির হারমনি হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শর্টলিষ্ট হওয়া এই নাম ঘোষনা করা হয়। এই তালিকা আনুষ্টানিকভাবে ঘোষনা করেন মাষ্টার শেফ প্রমোশন এর চেয়ারম্যান ও চীফ এক্সেলেন্স প্রফেসর ডঃ রইছ আলী। এসময় তিনি ক্বারি শিল্পসহ বৃটেনের বাঙালী কমিউনিটির নানা ব্যবসা প্রতিষ্টানের নানা সমস্যা চিহ্নিত করে সেগুলো মুলধারায় তুলে ধরতে মাষ্টার শেফ প্রমোশনস বিসনেস হসপিটালিটি ও এক্সেলেন্স এওয়ার্ড – ২০২৫ গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে বলে উল্লেখ করে বলেন, এই আয়োজন শুধুমাত্র একটি আয়োজন নয় ; এটি কমিউনিটির নানা ব্যবসাকে আরো সমৃদ্ধ ও সফল করতেও কার্যকরী হবে। মাষ্টার শেফ প্রমোশনস বিজনেস হসপিটালিটি ও এক্সেলেন্স এওয়ার্ড – ২০২৫ এর ম্যানেজিং ডাইরেক্টর সাবেক কাউন্সিলর নওয়াজ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে আগামী ২৭ অগাষ্ট হতে যাওয়া এই আয়োজনের বিভিন্ন বিষয়াদি তুলে ধরেন অন্যতম ডাইরেক্টর আহমদ আলী,শেখ মোহাম্মদ আব্দুল খালিক ও শাহিন আহমেদ।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে মাষ্টার শেফ প্রমোশনস বিজনেস হসপিটালিটি ও এক্সেলেন্স এওয়ার্ড – ২০২৫ এর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন কভেন্ট্রি কাউন্সিলের ডেপুটি লীডার আব্দুস সালাম খান,কেভিনেট মেম্বার কাউন্সিলর পারভেজ আক্তার,কাউন্সিলর আব্দুল জব্বার,বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন মিডল্যান্ডসের সভাপতি শিলু মিয়া,কমিউনিটি ব্যক্তিত্ব রঞ্জু মিয়া,চ্যারিটি পার্টনার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের এশিয়া বিভাগের বোর্ড অফ ডাইরেক্টর এর সিইও আমিনা হোসেন এবং স্পন্সর চিকারসের রোমান আলী ও ব্রাক সাজনের সিপ্রোয়িন গোমেজ প্রমূখ। এছাড়া মাষ্টার শেফ প্রমোশনস বিজনেস হসপিটালিটি ও এক্সেলেন্স এওয়ার্ড – ২০২৫ মিডিয়া পার্টনারদের মধ্যে বক্তব্য রাখেন বিঅন টিভি ইউকের সিইও আব্দুল এম চৌধুরী সুমন ও বাংলা কাগজের নির্বাহী সম্পাদক রিয়াদ আহাদ।
উল্লেখ্য আগামী ২৭ অগাষ্ট বুধবার বার্মিংহামের অভিজাত পাঁচ তারকা হোটেল হিলটন বার্মিংহাম মেট্রোপোল বলরুমে এক গালা ডিনারের মাধ্যমে ২২ টি ক্যাটাগরিতে মাষ্টার শেফ প্রমোশনস বিজনেস হসপিটালিটি ও এক্সেলেন্স এওয়ার্ড – ২০২৫ এর এওয়ার্ড ও সম্মাননা প্রদান করা হবে। এতে ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন শীর্ষজন ছাড়াও মুলধারার বৃটিশ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক শেলিব্রেটিরা যোগ দেবেন। আর প্রেষ্টিজিয়াস এই ইভেন্টের অন্যতম দুই মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বাংলাদেশ স্পেন ও ইংল্যান্ড থেকে প্রচারিত সংবাদপত্র বাংলা কাগজ ও ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটির জনপ্রিয় টেলিভিশন বিঅন টিভি ইউকে।