বার্মিংহামে দিরাই থানা ডেভেলাপমেন্ট অর্গানাইজেশন ইউকে‘র গেট টুগেদার

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৫ | আপডেট: ৫:৩৬:অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৫

আহমেদ কাবির : এলাকার আর্ত সামাজিক উন্নয়নে নিরবিচ্ছিন্ন থেকে নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা সহমর্মিতার প্রত্যয় ব্যক্ত করে যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে দিরাই থানা ডেভেলাপমেন্ট অর্গানাইজেশন ইউকে‘র ফেমেলি গেট টুগেদার – ২০২৫। পরিবার পরিজন নিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে থাকা সুনামগঞ্জ জেলার দিরাই থানার বিপুল সংখ্যাক প্রবাসীসহ কমিউনিটির বিভিন্ন স্থরের শীর্ষজনের উপস্থিতিতে গত ১১ অগাষ্ট বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে এই ফেমেলি গেট টুগেদার অনুষ্ঠিত হয়। সংগঠনের উদ্যোগে বিভিন্ন শহরে ধারাবাহিক অনুষ্টিত ফেমেলি গেট টুগেদারের অংশ হিসেবে বার্মিংহামে এই আয়োজন করা হয়। দিরাই থানা ডেভেলাপমেন্ট অর্গানাইজেশন ইউকে‘র এই ফেমেলি গেট টুগেদারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ব্রিটিশ এমপি আইয়ুব খান। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আব্দুল লতিফ জেপি,কাউন্সিলর মমতাজ বেগম,কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ জমশেদ আলী,আতাউর রহমান,মিজানুর রহমান বাবুল প্রমূখ।

 

অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিরাই থানা ডেভেলাপমেন্ট অর্গানাইজেশন ইউকে‘র সিনিয়র সহ-সভাপতি সিজিল মিয়া,নির্বাহী সদস্য জাহান মিয়া,আতিকুর রহমান জুয়েল,মিজানুর রহমান,সাজ্জাদুর রহমান,আউয়াল মিয়া,এনামুল হক চৌধুরী,বুলন মিয়া,সৈয়দ জিল্লুর রহমান,লেচু মিয়া,আব্দুল গাফ্ফার,আখতার হোসেন ছবি,আব্দুল কাদির,সাদ্দাম হোসেন,হারুন মিয়া,তাজ উদ্দিন,শাহ কামাল.কাবির উদ্দিন,মাহমদুল হক,জুয়েল আহমেদ.জমাদার উল্লাহ,আবু বক্কর প্রমূখসহ সংগঠনের কার্যকরী কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ।

দিরাই থানা ডেভেলাপমেন্ট অর্গানাইজেশন ইউকে‘র সাধারণ সম্পাদক সর্দার আমির খসরুর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি মিজানুর রহমান চৌধুরী আর স্বাগত বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মোহাম্মদ আক্তার হোসেইন। এসময় তারা সংগঠনের বিভিন্ন কার্যক্রম বিষয়ে আলোকপাত করেন। দুপুর বারোটায় শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলা এই অনুষ্টানে আগত শিশু কিশোরদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী ছাড়াও বড়দের নিয়ে রাফেল ড্র এর আয়োজন করা হয়।