
বেলাল আহমেদ (আয়ারল্যান্ড প্রতিনিধি) : আয়ারল্যান্ডে থাকা প্রবাসী বাংলাদেশীদের সংগঠন “আইরিশ বাংলা এসোসিয়েশন অফ ডোনেগালের উদ্যোগে বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হয়েছে। সংঠনের কিার্যকরী কমিটির নানা সদস্য ও তাদের পরিবার পরিজন ও কমিউনিটি নেতৃবৃন্দের অংশগ্রহনে গত ১২ অগাষ্ট উত্তর আয়ারল্যান্ডের মনোমুগ্ধকর পর্যটন স্পট উড়ধময ঋধসরহব ঠরষষধমব, গধষরহ ঐবধফ ঠরষষধমব এবং গধষরহ ঐবধফ ইবধপয, ঈড়. উড়হবমধষ এ এই পিকনিক অনুষ্ঠিত হয়। সকালে এই বনভোজনের যাত্রাপথে কোচের মধ্যেও ছিলো নানা সুস্বাদু স্ন্যাকস, চা ও কফির আয়োজন আর দুপুরে দেওয়া হয় মুখরোচক বিরিয়ানি। পিকনিকের অন্যতম আকর্ষণ ছিল পুরুষ ও মহিলাদের জন্য পৃথক বিনোদনমূলক প্রতিযোগিতা আর ইভেন্ট বিজীীদের জন্য আকর্ষনীয় পুরস্কার। শিশু-কিশোরদের জন্যও ছিল বিশেষ বিশেষ আয়োজন এবং অংশগ্রহনকারী সকলের মধ্যে পুরস্কার বিতরনী।
পিকনিককে আরো আকর্ষনীয় ও ব্যতিক্রমধর্মী করতে আয়োজক সংগঠন আইরিশ বাংলা এসোসিয়েশন অফ ডোনেগালের উদ্যোগে ছিলো র্যাফেল ড্র, আর চমকপ্রদ পুরস্কার। প্রবাসী বাঙালিদের মধ্যে পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ করতে এধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।