
বাংলা কাগজ ডেস্ক:
১১ আগস্ট ২০২৫ খেলাফত মজলিস ওয়ালসাল শাখা গঠন উপলক্ষে বাংলাদেশ প্রোগ্রেসিভ সোসাইটি মিলনায়তনে আলহাজ্ব নূর মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়! পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা খোবায়েব আহমদ শাকিব, খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের সহ সভাপতি কবি মুফিদুল গনি মাহতাবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য নর্থের সভাপতি মুফতি তাজুল ইসলাম।
বিশেষ আলোচক হিসাবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ইউরোপ জোনের সহকারী পরিচালক ক্বারি আব্দুল মুকিত আজাদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য নর্থের সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান সাবের, বার্মিংহাম শাখার সভাপতি ও যুক্তরাজ্য নর্থের সহ সম্পাদক মাওলানা আ ফ ম শোয়েব।
এ ছাড়া আরো বক্তব্য রাখেন যুক্তরাজ্য নর্থের সহ সভাপতি মাওলানা আনহারুল ইসলাম চৌধুরী,বার্মিংহাম শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ, বার্মিংহাম শাখার সহ সভাপতি হাফেজ শাহেদ আহমদ , হাফিজ দেলোয়ার হুসাইন , হাফিজ মাওলানা খোবায়েব আহমদ শাকিব, মাওলানা ইয়াহইয়া প্রমুখ! বক্তারা খেলাফত মজলিসের লক্ষ আদর্শের উপর গুরুত্ব আরোপ করে সবাইকে খেলাফতে মজলিসে যোগ দেয়ার প্রতি উদাত্ত আহবান জানান।
সভায় আলহাজ্ব নূর মিয়াকে অন্যতম উপদেষ্টা , হাফেজ দেলোয়ার খানকে সভাপতি , মাওলানা খোবায়েব আহমদ শাকিবকে সাধারণ সম্পাদক ও আখতার হোসেন চৌধুরীকে বায়তুলমাল সম্পাদক করে ওয়ালসাল শাখা কমিটি গঠন করা হয়! কমিটিতে অন্যান্যদের মধ্যে সহ সভাপতি হাফিজ আশরফ আলী, সহ সভাপতি আলহাজ্ব আরব আলী, সহ সভাপতি আনোয়ার মিয়া (কাজী লখন) সহ সভাপতি আলহাজ্ব জেবুল হক , সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, প্রচার সম্পাদক রফিক আলী ও দফতর সম্পাদক জীবন আলী. সবাইকে সততা ,নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের ও সমাজে খেলাফত মজলিসের লক্ষ্য আদর্শ প্রচার করে মানুষকে সংগঠনের সাথে সম্পৃক্ত হতে উৎসাহিত ও উদ্বুদ্ধ করার উপর উপস্থিত সকলেই গুরুত্ব আরোপ করেন।
সভায় দেশ ও জাতীর কল্যান কামনা করে দোয়া পরিচালনা করেন মুফতি তাজুল ইসলাম।