বৃটেনে সর্বদলীয় সর্ববৃহৎ সংগঠন “বাংলাদেশী ওলামা-মাশায়েখ ইউকের” উদ্যোগ “জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও ইসলামী ঐক্যে”র লক্ষে গণ সমাবেশ অনুষ্ঠিত

গত ১৭ই আগস্ট রবিবার ২০২৫ সংগঠনের সভাপতি ইষ্টলন্ডন মসজিদের খতীব শায়েখ মোহাম্মদ আব্দুল কাইয়ুম সাহেবের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শাহ মিজানুল হকের সঞ্চালনায় মায়েদা ব্যাংকুটিং হলে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়,এতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের অর্থ সম্পাদক মাওলানা মোহাম্মদ দিলোয়ার হোসাইন।
ওলামা মাশায়েখ ইউকের সভাপতি শায়েখ মুহাম্মদ আব্দুল কাইয়ুম সাহেব এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়।
“চব্বিশ এর জুলাই গণঅভ্যুত্থান প্রত্যাশা ও ইসলামী ঐক্যের চেতনা” গন সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের মজলিসে কেয়াদতে অন্যতম সদস্য খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ।তিনি তাঁর বক্তব্যে বলেন বিগত সতেরো বছর ধরে ফ্যাসিষ্ট ও স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এবং মজলুমের পক্ষে,গণতন্ত্রের পক্ষে,মানবাধিকার রক্ষায়,বাক স্বাধীনতা রক্ষায় মাঠে ময়দানে,১০ ডাউনিনস্ট্রিট সহ সর্বত্র যে আন্দোলন সংগ্রাম করেছিলাম তারই ধারাবাহিকতায় ২৪শে জুলাই ছাত্র জনতা এবং দেশের আপামর জনগণের আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকারের প্রধান খুনি হাসিনার পতন হয়েছিল।আজ সেই বিপ্লব নিয়ে অনেক কিছুই বলা হচ্ছে। সে বিপ্লব একা কারো সম্পত্তি নয় এটা এ দেশের আপামর মুক্তিকামী জনগণের দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে বিপ্লব এবং বিজয় হয়েছে।এখানে ওলামায়ে কেরামের এবং ইসলামী দলগুলোর ভূমিকা ছিল অপরিসীম।এটা আমাদের ভুলে গেলে চলবে না।এই বিপ্লবকে আমরা ধরে রাখতে হবে এবং দেশ ও ইসলাম রক্ষায় ওলামায়ে কেরামদের অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করতে হবে।
গণ সমাবেশে আরো বক্তব্য রাখেন সংগঠনের কিয়াদতের সদস্য জামিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইউকে জমিয়তের সংগ্রামী সভাপতি ডক্টর মাওলানা শোয়াইব আহমদ,তিনি বলেন বৃটেনে ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের ঐতিহাসিক ভূমিকা রয়েছে আমরা সব সময় ঐক্যবদ্ধভাবে প্রবাস থেকে আওয়াজ তুলেছি স্বৈরাচারের বিরুদ্ধে,এখনো আমরা সেই আওয়াজ বাংলাদেশে ওলামায়ে কেরাম এর কাছে পৌঁছে দিতে চাই যাতে করে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে আগামীর সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়ার কাজে অংশগ্রহণ করেন এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান,দেশ এবং ইসলামের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
দাওয়াতুল ইসলামের ইউকের আমীর শায়েখ আব্দুর রহমান মাদানী তিনি তাঁর বক্তব্যে বলেন বিচার সংস্কার ও নিবার্চন কোনটা আগে,বিচারের আগে নির্বাচন হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না, তাই শাপলা হত্যার বিচার,বিডিআর হত্যাকাণ্ডের বিচার, জুলাই গণহত্যার বিচার অবশ্যই করতে হবে,সংস্কার করে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে এরপর নির্বাচন করতে হবে ।
আরো বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নজির আহমদ,বিশিষ্ট সাংবাদিক এবং কমিউনিটি ব্যক্তিত্ব জনাব এ কে এম আবু তাহের চৌধুরী,হেফাজতে ইসলাম লন্ডন মহানগর সভাপতি শায়খ মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী,খেলাফত মজলিসের ইউরোপের সহকারী পরিচালক মাওলানা শওকাত আলী,বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক মুফতি মাওলানা সালেহ আহমদ,সহ সেক্রেটারি মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, এম সি এর পক্ষে মাওলানা তাজুল ইসলাম, মাওলানা এফ কে এম শাহজাহান, দারুল উম্মাহ মসজিদের ইমাম মাওলানা আবুল হাসানাত চৌধুরী,জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ-সভাপতি হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, উলামা-মাশায়েখ ইউকের অর্থ সম্পাদক মাওলানা দিলোয়ার হোসাইন প্রমুখ।
সভাপতির সমাপনী বক্তব্যে শায়খ আব্দুল কাইয়ুম বলেন দীর্ঘ ১৭ বছর দেশের জনগণ বিশেষ করে আলিম সমাজ অনেক জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন অনেকে জীবন দিয়েছেন।দেশের সাধারণ জনগণ এবং ছাত্রসমাজ জীবন বাজি রেখে জীবন দিয়ে রক্ত দিয়ে জালিমের পতন ঘটিয়েছে, এখন আমাদের বিশেষ করে আলেম সমাজের দায়িত্ব আরো বেড়ে গেছে, আমরা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এই সুযোগটাকে কাজে লাগাতে হবে এবং আগামীর বাংলাদেশ গড়তে হবে। অন্যথায় আমরা দেশের জনগণ এবং আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাই আসুন দেশে এবং প্রবাসে সর্বক্ষেত্রে অতিতের ভুলগুলো শুধরিয়ে ছোটখাটো বিষয়কে বিবেচনায় না নিয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মনে রাখতে হবে দলের চাইতে দেশ বড় দেশের চাইতে ঈমান বড়। ঈমান ইসলাম এবং দেশকে আমাদের রক্ষা করতে হবে।ছোটখাটো স্বার্থের কারণে যেন আমরা আমাদের এই অঙ্গীকারকে ভুলে না যাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।
সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে, জুলাই বিপ্লবের শহীদদের রুহের মাগফেরাত ও অসুস্থদের সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেন এবং আল্লাহ যেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে শান্তি সুখী সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান সেই প্রার্থনা করেন।