খেলাফত মজলিস বার্মিংহামের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত। পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি ও দাওয়াতী কাজের বিকল্প নেই। ——————-মুফতি তাজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের সভাপতি, মুফতি তাজুল ইসলাম বলেন- সাংগঠনিক কাঠামো অনুসরণ করে একজন কর্মীর যাবতীয় বৈশিষ্ট্য নিজের মধ্যে আমলে নিতে পারলে ব্যক্তিজীবনে ও আপনি অনেক এগিয়ে যাবেন। তিনি বলেন- আল্লাহর রাস্থায় নিজের জান-মালের কুরবানী আপনার নফসকে তাজকিয়া করবে ও সাংগঠনিক মজবুতি নিয়ে আসবে৷ সেই লক্ষ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি ও দাওয়াতি কাজের বিকল্প নেই।
শাখা সভাপতি মাওলানা আ ফ ম শুয়াইবের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা আহমদ হুসাইনের পরিচালনায় দারসে কোরআন পেশ করেন সংগঠনের যুক্তরাজ্য নর্থের সেক্রেটারি মাওলানা এনামুল হাসান সাবীর। তিনি তাঁর দারসের আলোচনায় বলেন- একজন মুমিনের ইহকালীন জীবন আল্লাহর রাস্থায় ব্যয় হবে, যা আখেরাতে নাজাতের উসিলা হবে। দীর্ঘ এই ইহকালীন সময়ের ত্যাগ ও তিতিক্ষা আখেরাতে ব্যাবসার ন্যায় অধিক মুনাফা হিসেবে জান্নাত লাভ হবে একমাত্র লক্ষ ও উদ্দেশ্য। সে লক্ষে আমাদের সাংগঠনিক ও পারস্পরিক সম্পর্ক হবে শীশা ঢালা প্রাচীরের মতো।
গতকাল সোমবার, ১লা সেপ্টেম্বর, সন্ধ্যায় স্থানীয় আস্টনে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বার্মিংহাম শাখার সহ-সভাপতি শায়েখ মুহাম্মদ মনির, হাজী আব্দুল ওয়াদুদ, হাফেজ মাওলানা শাহেদ আহমদ।
উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস শাকুর, বায়তুলমাল সম্পাদক মাওলানা ইউসুফ বিন আকিল, প্রচার সম্পাদক হাজী আব্দুস শহীদ, দেওয়ান তারেকুর রাজা চৌধুরী, হাফেজ মন্জুর আহমদ, হাজী আইউব মিয়া, হাফেজ মাওলানা শাকির হুসাইন, হাজী সিরাজুল ইসলাম, মুহাম্মদ সাইদ আলী, মুহাম্মদ সাইফুল্লাহ, হাজী আলতাফুর রহমান, হাজি আব্দুস সুবহান ও ক্বারী আলী আমজদ প্রমুখ।