মসজিদে উসমান ওয়ালসলের ৫১তম বার্ষিক জলসা

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৫ | আপডেট: ৩:৩০:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৫

বাংলা কাগজ ডেস্ক:

চারিত্রিক বৈশিষ্ট্য ছাড়া নেক আমল পরিপূর্ণতা অর্জন করতে পারেনা! নেক আমলের পাশাপাশি সুন্দর চরিত্র গঠনের মাধ্যমে মানুষের সাথে স্বচ্ছ ও চমৎকার আচরণকারীকে আল্লাহপাক পছন্দ করেন “” মুফতি ওলিউর রহমান শায়খে বরুণী “”
৩১শে আগস্ট রোজ রবিবার মসজিদে উসমান ওয়ালসলের ৫১তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্টিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিশিষ্ট ক্বারি মাওলানা মুদ্দাসীর আনোয়ার এ ছাড়া আরো তেলাওয়াত করেন ঈশা ইবনে আবুল খায়ের ও রাহাত খান আলহাজ্ব নূর মিয়ার সভাপতিত্বে ও কবি মোহাম্মদ মুফিদুল গনি মাহতাবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মুফতি মাওলানা হাফিজ অলিউর রহমান বরুণী উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্টানে বিশেষ বক্তা হিসাবে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন মুফতি শাহীদুর রহমান মাহমুদাবাদী ,মুফতি শায়খ আব্দুল মুহিদ শায়খ আবু ইউসুফ জুনেদ ও হাফিজ মাওলানা মাহমুদুল হাসান ।

বিকাল ৬:০০ ঘটিকা থেকে রাত ১:৩০ ঘটিকা পর্যন্ত অনুষ্টানে বিপুল সংখ্যক মুসল্লিগণের সমাগম হয়।
পরিশেষে মুসলিম উম্মাহর কল্যান কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মুফতি তাজুল ইসলাম