১৬ সেপ্টেম্বর বার্মিংহামে ঈদে মিলাদুন্নবী (সঃ) র‌্যালি

প্রকাশিত: ৫:৫০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৫ | আপডেট: ৫:৫০:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৫

আহমেদ সুহেল : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে আগামী ১৬ সেপ্টেম্বর শনিবার বার্মিংহামে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। বার্মিংহাম আনজুমানে আল ইসলাহের উদ্যোগে এই বর্ণাঢ্য র‌্যালি ছাড়াও এক বিশেষ আলোচনা সভাও আয়োজন করা হয়েছে। গত ৪ সেপ্টেম্বর বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের হলরুমে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। সংবাদ সম্মেলনে আনজুমানে আল ইসলাহ ইউকে বার্মিংহাম শাখার সভাপতি মাওলানা বদরুল হক খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ সামিম আল মামুন রুমেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন আনজুমানে আল ইসলাহ ইউকে’র যুগ্ম সম্পাদক ও লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান। এসময় তিনি মহানবী সাঃ এর সম্মানে এই আয়োজনের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করেন। ক্বারী হাফিজ এমাদাদুর রহমান খানের পবিত্র কোরআন তেলাওয়াত আর হাফিজ হারুনুর রশিদের নাতে রাসুল পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকে’র উপদেষ্টা আলহাজ কামরুল হাসান চুনু ও এমদাদ হোসেন,মিডল্যান্ডস ডিভিশনের সাধারণ সম্পাদক মাওলানা হুসাম উদ্দিন আল হুমায়দী,সান্ডওয়েল আনজুমানের আল ইসলাহর সম্পাদক হাফিজ আলী হোসেন বাবুল,বার্মিংহাম আনজুমানে আল ইসলাহর কোষাধ্যক্ষ হাজী শাহাব উদ্দিন,শফিকুর রহমান চৌধুরী গণি,এডিংটন মসজিদের ঈমাম মৌলানা নুরুল আমিন,তরুন সংগঠক নাফিজুর রহমান,কমিউনিটি নেতা আলাহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী এমবিই,আলহাজ্ব জিতু মিয়া,আষ্টন ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী আব্দুল এম চৌধুরী সুমন,লজেলস ওয়ার্ডের প্রার্থী একাউন্টেন্ট তাজ উদ্দিন প্রমূখ। সংবাদ সম্মেলনে আয়োজকরা ১৬ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা সফল করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে গত কয়েক বছর ধরে বার্মিংহাম আনজুমানে আল ইসলাহের উদ্যোগে এই র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।