
শিপন আহমেদ : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা,ভারপ্রাপ্ত চেয়্যারম্যান তারেক রহমান এর ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ও তার ড্রাইভার আনছার আলীসহ গুমকৃত সকল ব্যাক্তিদের সন্ধানের দাবিতে যুক্তরাজ্যের বার্মিংহামে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহামে বসবাসরত ওসমানীনগর বিশ্বনাথবাসীর উদ্যোগে গত ৯ সেপ্টেম্বর বাঙালী অধ্যুষিত আষ্টনের একটি রেষ্টুরেন্টে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব মাফিজ খানের সভাপতিত্বে ও যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি মুদাচ্ছির খানের পরিচালনায় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল শুরু হয় সফিকুল ইসলাম রাজার পবিত্র কোরআান তেলওয়াতের মাধ্যমে। আলেচনা সভায় বার্মিংহাম যুবদলের সাধারণ সম্পাদক রাসেল আহমেদের শুভেচ্ছা বক্তব্যের পর অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবারক আলী চেয়্যারম্যান,তারন মিয়া,আব্দুল লতিফ জেপি,আহমদ আলী,আজির উদ্দীন আব্দাল,মাসুক মিয়া,গোলজার আহমদ ফয়ছল, আব্দুল আজিজ গিলমান,আব্দুল কাইয়ুম,বুরহান উদ্দীন,মশাহিদ তালুকদার কাজী আংগুর মিয়া,আব্দুল খালিক,সাদেক হোসেন মাসুদ,আব্দুল বাসিত,আমিনুর রহমান সাহিন,রফিকুল ইসলাম বাবুল,চুনু মিয়া,হোসেন আহমেদ,সিপন আহমেদ,সৈয়দ রিয়াদ রহমান,বিলাল উদ্দীন,সাহিন আলম,সাদিক আলী মিফতাহ প্রমূখ। আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।