
আনোয়ার হোসেইন : জগন্নাথপুর উপজেলার ঘোষগাঁও জাগ্রত যুব সংঘের যুক্তরাজ্য উপদেষ্টা পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের উপদেষ্টামন্ডলীসহ বিভিন্ন সদস্য ও কমিউনিটির নানা শীর্ষজনের উপস্থিতিতে গত ১৪ সেপ্টেম্বর বার্মিংহামের আজাদ কনফারেন্স হলে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ঘোষগাঁও জাগ্রত যুব সংঘের যুক্তরাজ্যের প্রধান উপদেষ্টা আলহাজ্ব ফখরুল ইসলাম শেলীর সভাপতিত্বে সভা যৌথভাবে পরিচালনা করেন উপদেষ্টা মোঃ মানিক মিয়া ও বাবলুল হোসেন বাবলু। কোরআন তিলাওয়াত করেন – মোঃ ওয়াসীমুল কামাল। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মোঃ সাজিদ মিয়া,মোঃ মজনু মিয়া,আব্দুল কাইয়ুম চিকন, ফিরুজ মিয়া,মজহির হোসেন,মফিজ আলী,নজরুল ইসলাম,আনহার আলী,আকিকুর রহমান আকিন,আবদুল মুহিত নূর,সাইফুল ইসলাম,মিছবা চৌধুরী,তুহেল মিয়া ও জায়ফর আলী প্রমুখ। সভায় ১১ সদস্য বিশিষ্ট যুক্তরাজ্য উপদেষ্টা পরিষদকে বর্ধিত করে ২৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা ছাড়াও আর্ত মানবর্তার কল্যাণে সবাই ঐক্যবদ্ধ হয়ে গ্রামের উন্নযনের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।