বিবিসিআই মিডল্যান্ডস রিজিওনের কমিটি– ডঃ রইছ সভাপতি, নওয়াজ সম্পাদক

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৫ | আপডেট: ৫:৪৯:অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৫

সরওয়ার আহমেদ : ডঃ প্রফেসর রইছ আলী সভাপতি,নওয়াজ আলী সম্পাদক ও মাসুক মিয়াকে কোষাধ্যক্ষ করে ১২ সদস্য বিশিষ্ট বৃটিশ বাংলাদেশী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজ সংক্ষেপে বিবিসিআই মিডল্যান্ডস রিজিওনের কমিটি ঘোষনা করা হয়েছে। গত ১৯ নভেম্বর বার্মিংহামের স্মলহীথে সংগঠনের কেন্দ্রীয় কমিটির নানা নেতৃবৃন্দসহ বার্মিংহাম ও তার পাশ্ববর্তি বিভিন্ন শহরের প্রবাসী বাংলাদেশী ব্যাবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে স্মলহীথের একটি রেষ্টুরেন্টে বিবিসিআই মিডল্যান্ডস রিজিওনের এক সভায় এই কমিটি গঠন করা হয়। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত এক সভায় বৃটিশ বাংলাদেশী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজ সংক্ষেপে বিবিসিআই এর কেন্দ্রীয় সভাপতি রফিকুল হায়দারের সভাপতিত্বে,বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন মিডল্যান্ডস রিজিওনের সভাপতি মোহাম্মদ শেলু মিয়া এবং সাবেক কাউন্সিলর একাউন্টেন্ট নওয়াজ আলীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন বিবিসিআই এর সাবেক সভাপতি বশির আহমেদ,অন্যতম ডাউরেক্টর শাহনুর খান,নর্থ ইষ্ট রিজিওনের সভাপতি মিজানুর রহমান মিজান,লন্ডন রিজিওনের সভাপতি মনির আহমেদ,সাবেক সভাপতি শাহগীর বখত ফারুক,বিয়া লাউঞ্জের পরিচালক মনিরুল হক,রয়েল স্যুটের স্বত্বাধীকারী আহমেদ আলী,বিশিষ্ট ব্যবসায়ী মাসুক মিয়া,কমিউনিটি নেতা সৈয়দ জমশেদ আলী,আব্দুল লতিফ জেপি প্রমূখ। সভায় বক্তারা মিডল্যান্ডস এলাকার প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের বিভিন্ন সহায়তা প্রদানের লক্ষ্যে সংগঠনের মিডল্যান্ডস রিজিওন গঠন করার উপড় গুরুত্বারোপ করেন এবং নতুন প্রজন্মের বাংলাদেশীদের সংযুক্ত করার উদ্যোগের কথা জানান। এসময় সর্বসম্মতিক্রমে ১২ সদস্য বিশিষ্ট কমিটি বৃটিশ বাংলাদেশী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজ সংক্ষেপে বিবিসিআই মিডল্যান্ডস রিজিওনের কমিটি ঘোষনা করা হয়। এতে ডঃ প্রফেসর রইছ আলী সভাপতি নওয়াজ আলী সম্পাদক ও মাসুক মিয়াকে কোষাধ্যক্ষ ছাড়াও অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি নুরুল হক জেপি,সহ-সভাপতি মোহাম্মদ শেলু মিয়া,যুগ্ম সম্পাদক আহমেদ আলী,সাংগঠনিক সম্পাদক মনিরুল হক মনির.সদস্য সচিব মোহাম্মদ বাবুল মিয়া,দপ্তর সম্পাদক শাহ শহীদ,প্রচার সম্পাদক শাহিন আহমেদ এবং নির্বাহী সদস্য গয়াছ উদ্দিন,ফারুক চৌধুরী ও ডঃ রউফ।