প্রবাসীরা ধানের শীষের পক্ষে ভোট প্রদাণের লক্ষে ইতালিতে রোম মহানগর বিএনপির গণসংযোগ কর্মসূচি
মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিজয় সুনিশ্চিত করার লক্ষে “প্রবাসীদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক” স্লোগানে ইতালিতে রোম মহানগর বিএনপি রাজধানী রোমের প্রাণকেন্দ্র ভিত্তোরিও তে প্রবাসীদের প্রতিষ্ঠানের দুয়ারে দুয়ারে অনলাইনে ভোট প্রদানে দিন বেপি পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচির আয়োজন করেছে|
জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনদুর্ভোগ কমানোর প্রত্যয়ে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিপলেট ও প্রবাসীরা অনলাইনে কিভাবে ভোট প্রদান করবেন এই প্রচারণায় রোম মহানগর বিএনপি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার এর নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা জনগণের দুয়ারে দুয়ারে পৌছে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করেন। দিনব্যাপী গণসংযোগের প্রতিটি স্থানে স্থানীয় ব্যবসায়ী, তরুণ ও নারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারা। এসময় সাধারণ মানুষ তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন|
এ সময় গণসংযোগে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ইতালি বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো: তৌহিদ কাদের, সাবেক মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক কামাল হোসেন জয়, সাবেক শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আব্দুল মোতালেব লিটন, সাবেক ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আলী আক্কাস, বিএনপি নেতা জুয়েল আহমেদ| রোম মহানগর বিএনপি নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সহ সভাপতি বাহার উদ্দিন, মো: বিল্লাল হোসেন, সাবেক প্রচার সম্পাদক আনিস, যুবনেতা ঝিনুক, হুমায়ুন কবির সহ আরও অনেকেই|

