লন্ডন বাংলা প্রেসক্লাবের মিডিয়া কাপ ফুটবল নিয়ে বাংলা কাগজের পর্যালোচনা সভা

প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৫ | আপডেট: ১২:৫৩:পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৫

এবাদুর রহমান খালেদ :  লন্ডন বাংলা প্রেসক্লাবের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া মিডিয়া কাপ ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশ স্পেন ও ইংল্যান্ড থেকে প্রকাশিত সংবাদপত্র বাংলা কাগজের অংশগ্রহন নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলা কাগজের ডাইরেক্টর,উপদেষ্টা ও সম্পাদকমন্ডলীর সদস্যসহ নানাজনের উপস্থিতিতে গত ২১ অক্টোবর বাংলা কাগজের বার্মিংহামের লজেলসের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলা কাগজ ফুটবল দলের অভুতপুর্ব সাফল্যে অংশ নেওয়া সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের প্রশংসায় উদ্ভাসিত করা হয়। বাংলা কাগজের সেক্রেটারী খসরু খানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম আর স্বাগত বক্তব্য রাখেন ফাইনেন্স ডাইরেক্টর আব্দুল কাদির আবুল। সভায় বাংলা কাগজের ফুটবল দলের মধ্যে অত্যন্ত চমৎকার ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে লন্ডন বাংলা প্রেসক্লাবের মিডিয়া কাপ ফুটবল প্রতিযোগিতায় সর্ব্বোচ্চ গোলদাতা হওয়ার গৌরব অর্জন করায় সাহিদুর রহমান সুহেল ও গোলরক্ষকের দায়িত্বে থাকা মিজানুর রহমানকে সকলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় বিঅন টিভি ইউকের প্রধান নির্বাহী ও বাংলা কাগজের অন্যতম ডাইরেক্টর আব্দুল এম চৌধুরী সুমন,উপদেষ্টামন্ডলীর সভাপতি মাফিজ খান,উপদেষ্টা ফিরোজ রাব্বানী,এমদাদুল হক লাভলু ও বেলাল মাখনী,নির্বাহী সম্পাদক রিয়াদ আহাদ,বার্মিংহাম ব্যুরো প্রধান জয়নাল ইসলাম,বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী,বিশেষ প্রতিনিধি আমিরুল ইসলাম বেলাল,বিঅন টিভি ইউকের রাকিব আহমেদ,ফখরুল ইসলাম রিপন,জিএম রাসেল,কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল হান্নান ছাড়াও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি প্রবীণ সাংবাদিক মোস্তফা চৌধুরী যুবরাজ। আর স্বরচিত কবিতা পাঠ করেন বাংলা কাগজের সাব এডিটর কবি মাফিদুল গণি মাহতাব। সভা শেষে বাংলা কাগজ স্পেন সংস্করনের উপদেষ্টা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বার্সেলোনার বাঙালী কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল বাছিত কয়ছরের আশু রোগ মুক্তি কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

https://www.facebook.com/reel/2336041096854711