তরুন উদ্যোক্তা সরওয়ারের বার্মিংহামে লজেলস প্লামিং এন্ড হিটিং ব্যবসা

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৫ | আপডেট: ৬:৩৫:অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৫

আহমেদ সুহেল : গ্যাস,ইলেকট্রিক,পানি,পাইপ ফিটিংসহ প্লামিং এর যাবতীয় দ্রব্যাদি সুলভ মুল্যে বিক্রয়ের প্রতিশ্রæতি দিয়ে বার্মিংহামের বাঙালী অধ্যুষিত লজেলসে উদ্বোধন করা হয়েছে লজেলস প্লামিং এন্ড হিটিং নামে একটি ব্যবসা প্রতিষ্টান। কমিউনিটির নানা স্থরের প্রবাসীদের উপস্থিতিতে গত ৭ ডিসেম্বর বাদ জোহর এক দোয়া মাহফিলের মাধ্যমে বাঙালীদের দ্বারা পরিচালিত এই প্রতিষ্টানটি আনুষ্টানিকভাবে উদ্বোধন করা হয়। দোয়াি মাহফিল পরিচালনা করেন মৌলানা হুসাম উদ্দিন আল হুময়াদী। প্লামিং ও হিটিং সংক্রান্ত সকল বিষয়ে বাঙালীদের চাহিদা মেটাতে এই প্রতিষ্টানটি সক্ষম হবে বলে প্রবাসীরা মনে করছেন। লজেলস প্লামিং এন্ড হিটিং এর উদ্বোধনীতে যোগ দিয়ে সকলেই প্রতিষ্টানটির জন্য শুভ কামনা করেন। বিভিন্ন পন্য বিক্রি করা ছাড়াও প্লামিং সংক্রান্ত যে কোন বিষয়েও সেবা প্রদান আর ডোর টু ডোর সার্ভিস ও ডেলিভারী দেওয়ার পাশাপাশি সকল দ্রব্যে সুলভ মুল্যের নিশ্চয়তা দিয়ে শুরু হওয়া লজেলস প্লামিং এন্ড হিটিং এর স্বত্বাধিকারী তরুন উদ্যোক্তা মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের তেলিবিলে জন্ম নেওয়া এবং বর্তমানে যুক্তরাজ্যের বার্মিংহামে বসবাস করা সারওয়ার আহমেদ তার নতুন এই যাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন। প্লামিং ও হিটিং এ ব্রিটেনের স্বনামধন্য কারিগরি শিক্ষা প্রতিষ্টান থেকে সর্ব্বোচ্চ ডিগ্রি প্রাপ্ত প্রতিষ্টানািটর স্বত্বাধিকারী সারওয়ার আহমেদ জানান.. তাঁর প্রতিষ্টানে বাঙালীদের জন্য থাকবে বিশেষ ছাড়। পাশাপাশি পণ্যের মুল্যের দিক থেকেও অন্যান্য স্থান থেকে কমমুল্য থাকবে। উল্লেখ্য বার্মিংহাম ও পার্শ্ববর্তী বিভিন্ন শহরে লক্ষাধিক বাঙালীর বসবাস থাকলেও প্লামিং ও হিটিং এ বাঙালী প্রতিষ্টানের সংখ্যা একেবারেই নেই বললেই চলে। লজেলসে প্রতিষ্টা হওয়া লজেলস প্লামিং ও হিটিং বাঙালীদের সেবা ও চাহিদায় গুরুত্বপুর্ণ ভ‚মিকা রাখবে প্রত্যাশা করা হচ্ছে।

https://www.facebook.com/reel/877008291385643