আহমেদ কাবির : ভেল্টিলেশন সাপোর্টে দারুন সংকটময়ে থাকা ঢাকায় চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ূ কামনা করে যুক্তরাজ্যের বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির পরিবারের উদ্যোগে বার্মিংহামে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী ও কমিউনিটির বিভিন্নজনের উপস্থিতিতে গত ৩০ নভেম্বর বার্মিংহামের আষ্টনের একটি রেষ্টুরেন্টে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক গুলজার আহম্মেদ ফয়সালের সভাপতিত্বে,সাবেক দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম ও যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি মোদাচ্ছির খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল পুর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা তাদের প্রিয় নেত্রীর সুস্থতা কামনা করে আবেগঘন বক্তব্য রাখেন।

সফিকুল ইসলাম রাজার পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সভাপতি সৈয়দ জমসেদ আলী,সাবেক সম্পাদক আবদুল খালিক,বার্মিংহাম বিএনপির সাবেক সম্পাদক আবজার হোসেন,সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী,বিএনপি নেতা আব্দুল বাসিত,বার্মিংহাম যুবদলের সাবেক সভাপতি কয়ছর আলী সাহিন,সাবেক সিনিয়র সহ-সভাপতি বুরহান উদ্দীন,বার্মিংহাম যুবদলের সাবেক সভাপতি রাসেল আহম্মেদ,যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান সাহিন,বিএনপি নেতা সফিক আলী,রফিকুর ইসলাম বাবুল,মাসুক মিয়া,সফিকুল ইসলাম আকিক,শাহিন আলম প্রমূখ। সবশেষে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মিনহাজুর রহমান।


