সুনামগঞ্জে পুলিশ হেফাজতে নির্যাতনের প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২২ | আপডেট: ৭:২৮:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২২
মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সুনামগঞ্জ ব্যুরো প্রধান :

সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পুলিশ হেফাহতে  উজির মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে নির্যাতনের প্রতিবাদে সুনামগঞ্জ-সিলেট সড়কে পাগলায় ৩ ঘন্টা ধরে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২ থেকে ৫ টাা পর্যন্ত সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে এলাকাবাসী। প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে এলাকাবাসী বিকেল ৫টায় সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ সড়ক অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জানান, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার-উল-হালিম ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আবু সাঈদ ঘটনাস্থলের গিয়ে তদন্তপূর্বক দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাসের প্রেক্ষিতে এলাকাবাসী সড়ক অবরোধ প্রত্যাহার করেছে।

উজির মিয়ার ভাতিজা ইমরান জানান, গত ৯ ফেব্রুয়ারি শান্তিগঞ্জ থানা পুলিশ উজির মিয়াকে থানায় নিয়ে নির্যাতন করে। পরদিন উজির মিয়াকে আদালত পাঠালে আদালত তার জামিন মঞ্জুর করেন। এরপর থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন। সোমবার দুপুর ১২টার দিকে উজির মিয়া আরও বেশি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন।

ইমরান আরও জানান, সোমবার দুপুর ২টার দিকে উজির মিয়ার মরদেহ নিয়ে এলাকাবাসী সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করেন। এসময় শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার গাড়ি অবরোধ ভেঙ্গে উজির মিয়ার মরদেহের উপর দিয়ে চলে যায়।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান জানান, মরদেহের উপর দিয়ে গাড়ি চালানো হয়নি। জনতা তার গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুরতে থাকলে চালক মরদেহের পাশ দিয়ে গাড়ি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, পুলিশ গত ৯ ফেব্রুয়ারি উজির মিয়াকে গ্রেফতার করেছে। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি বাড়িতে চলে গেছেন। উজির মিয়াকে পুলিশ থানায় নিয়ে নির্যাতনের কোন অভিযোগ পাইনি। এমনকি উজির মিয়া ওই সময়ে কোন হাসপাতালে চিকিৎসা নেননি।

ক অবরোধ করেন। এসময় শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার গাড়ি অবরোধ ভেঙ্গে উজির মিয়ার মরদেহের উপর দিয়ে চলে যায়।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান জানান, মরদেহের উপর দিয়ে গাড়ি চালানো হয়নি। জনতা তার গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুরতে থাকলে চালক মরদেহের পাশ দিয়ে গাড়ি চালিয়ে দ্রæত ঘটনাস্থল ত্যাগ করে।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, পুলিশ গত ৯ ফেব্রুয়ারি উজির মিয়াকে গ্রেফতার করেছে। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি বাড়িতে চলে গেছেন। উজির মিয়াকে পুলিশ থানায় নিয়ে নির্যাতনের কোন অভিযোগ পাইনি। এমনকি উজির মিয়া ওই সময়ে কোন হাসপাতালে চিকিৎসা নেননি।