আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে ইতালি আওয়ামীলীগ বোলজানো শাখা

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২২ | আপডেট: ৩:১৩:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২২
ইতালি প্রতিনিধি: 

ইতালির বোলজানোতে একুশে ফেব্রয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তর্পক অর্পণ করে পালন করেছে ইতালি আওয়ামীলীগ বোলজানো শাখা। শনিবার স্থানীয় বাংলা স্কুলের হলরুমে
বোলজানো আওয়ামী লীগের সভাপতি এম রহমান কামাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল বাসার এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বোলজানো সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আওয়ামীলীগের প্রধান উপদেষ্টা সিরাজুল হক। এছাড়াও অস্থায়ী শহীদমিনারে পুস্পস্তর্পক অর্পণ করেন বোলজানো ইমিগ্রেন্ট কনস্যুলারিও এর সভাপতি আনুকা হোসেন, শাহজালাল সমিতির দপ্তর সম্পাদক আব্দুল মুহিত, রুহেল, হামিদ এবং বোলজানো আওয়ামীলীগের সহ সভাপতি আশরাফুল আলম, সালাউদ্দিন, কলিম মোহাম্মদ, রবি খান সুমন, সোহাগ নাবিল, সহ বোলজানো বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেত্রিবৃন্দ ।