শিশু কিশোরদের নিয়ে মাতৃভাষা দিবস উদযাপন করেছে বৃহত্তর নোয়াখালী আওয়ামী লীগ ইতালি

প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২২ | আপডেট: ৯:৪৮:অপরাহ্ণ, মার্চ ২, ২০২২
ইতালি প্রতিনিধি:

মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ইতালির রাজধানী রোম শহরের একটি রেস্টুরেন্টের হল রুমে ইতালিতে বেড়ে উঠা শিশু-কিশোরদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আবদুল মজিদ বাবুলের সভাপতিত্বে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জায়দুল হক সোহেল এর পরিচালনা স্বগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক শিমুল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ গোলাম মোস্তফা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্জ জসিম উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ দ্বীনু, বৃহত্তর নোয়াখালী আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলির সদস্য মাঈন উদ্দিন লিটন (হাজারী), আবুল কালাম খোকন, মোঃ রেজাউল হক মিন্টু, হারুন উদ্দিন জামাল, মোশারফ হোসেন আরজু, মোঃ জসিম উদ্দিন। এই ছাড়াও আরো উপস্থিত ছিলেন সংগঠনের ১ নং সম্মানিত সদস্য আবুল এহসান মিনু, সহ-সভাপতি রুবেল আহম্মেদ, সোহেল রানা, গাজীউল হক গাজী, সহ-সম্পাদক আরশাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক রায়হান চৌধুরী মহসিন, প্রচার সম্পাদক কাজী সাদ্দাম হোসেন, সহ-প্রচার সম্পাদক মোঃ কিরণ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শেখ কামাল, সমাজ কল্যাণ সম্পাদক কামরূল দেওয়ান, মহিলা সম্পাদিকা হাবিবা চৌধুরী সুমি, ফারজানা আক্তার, সদস্য মোঃ ইয়াছিন, মোঃ হাবিব আকরাম সহ অনান্য নেতৃীবৃন্দ।

এই সময় বক্তারা বলেন প্রবাসে বেড়ে উঠা শিশু-কিশোরদের বাংলাদেশ এবং ভাষা আন্দোলনের ইতিহাস জানতে হবে জানাতে হবে। আর এই দায়িত্ব সকল অভিবাবকের নিতে হবে।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিশুকিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।