বার্মিংহামে মাল্টিপারপাস সেন্টার,বাংলাদেশ কাউন্সিল,মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ট্রাষ্ট ও ইকবাল বানকুয়েটিং হলের ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৬:৩৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০২২ | আপডেট: ৬:৪৫:পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০২২

আব্দুল আহাদ সুমন : যুক্তরাজ্যের বার্মিংহামের বাঙালী কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী বাঙালীদের উপস্থিতিতে বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মাল্টিপাপরপাস সেন্টার,বাংলাদেশ কাউন্সিল,মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ট্রাষ্ট ও ইকবাল বানকুয়েটিং হলের যৌত ইফতার ও দোয়া মাহফিল। গত ২৫ এপ্রিল বার্মিংহামের ইকবাল বানকুয়েটিং হলে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব ও বাংলাদেশ মাল্টিপাপরপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ¦ নাসির আহমেদের সভাপতিত্বে, অন্যতম ডাইরেক্টর আলহাজ¦ কামরুল হাসান চুনু ও এমদাদ হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে পবিত্র কোরান তেলাওয়াত করেন মৌলানা হুসাম উদ্দিন আল হুমায়দী। রমজানের ফজিলত ও পবিত্রতা নিয়ে মুল আলোচক হিসেবে বক্তব্য রাখেন লতিফিয়া ফুলতলী কমপ্লেক্্েরর চেয়ারম্যান প্রিন্সিপাল মৌলানা কাদির আল হাসান। বার্মিংহামের প্রতিষ্টানগুলোর ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাল্টিপাপরপাস সেন্টারের অন্যতম ট্রাষ্টি আলহাজ¦ ফয়জুর রহমান চৌধুরী এমবিই,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক আলহাজ¦ মোস্তফা চৌধুরী যুবরাজ,প্রবীণ কমিউনিটি নেতা ডাঃ আব্দুল খালিক,আব্দুল লতিফ জেপি,আলহাজ¦ আজির উদ্দিন আবদাল,কাজী আলাউদ্দিন,তফাজ্জুল হোসেন চৌধুরী,আব্দুল গফুর,বাংলা কাগজের সেক্রেটারী আলহাজ¦ খসরু খান,ইকবাল বানকুয়েটিং হলের স্বত্বাধীকারী আব্দুল ইকবাল,বার্মিংহাম জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুল কাদির আবুল,বাংলাদেশ মুক্তিযোদ্ধা ট্রাষ্টের সভাপতি আব্দুর রশীদ,আজাদ চৌধুরী একাডেমির চেয়ারম্যান আজাদ চৌধুরী,সেবা কেয়ারের এম্বসেডর মোহাম্মদ আব্দুল মোহতি,নাট্যকার ও সমাজকর্মী তারেক চৌধুরী,কলামিষ্ট শেবুল চৌধুরী,ব্যরিষ্টার শাম উদ্দিন,গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ওয়েষ্ট মিডল্যান্ডস রিজিওনের সাধারণ সম্পাদক ফিরোজ খান,বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল এম চৌধুরী সুমন,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ সুমন,বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ রাজু,সোনালী সুপার মার্কেটের অন্যতম পরিচালক এস এম আব্দুল খালিক,যুমনা টিভির প্রতিনিধি রিয়াদ আহাদ প্রমূখ। আলোচনা শেষে বার্মিংহামের বাঙালী কমিউনিটিসহ বিশ^ মুসলীমের সুখ সমৃদ্ধি ও শান্তি কামনা করে এক বিশেষ এক দোয়া ও পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।