ওয়েছ বাংলা কাগজের গ্রেটার ম্যানচেষ্টার প্রতিনিধি

প্রকাশিত: ৭:৫৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০২২ | আপডেট: ৭:৫৭:পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০২২

বাংলা কাগজ ডেস্ক : এটিএন বাংলা ইউকের প্রতিনিধি তরুন সংবাদকর্মী আমিনুল হক ওয়েছকে বাংলা কাগজের গ্রেটার ম্যানচেষ্টার প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলা কাগজের অন্যতম ডাইরেক্টর রুহুল আমিন চৌধুরী মামুনের প্রস্তাবনায় বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম ও সেক্রেটারী খসরু খান গত ২৫ এপ্রিল আমিনুল হক ওয়েছকে বাংলা কাগজের গ্রেটার ম্যানচেষ্টার প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করেন। তাদের যৌথ স্বাক্ষরীত এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় আমিনুল হক ওয়েছকে বাংলা কাগজের গ্রেটার ম্যানচেষ্টার প্রতিনিধি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে এবং এখন থেকে তিনি গ্রেটার ম্যানচেষ্টারে বাংলা কাগজের ব্যুরো অফিসের সাথে সমন্বয় রেখে প্রতিনিধি হিসেবে কাজ করবেন। গ্রেটার ম্যানচেষ্টার সংবাদ প্রেরণসহ বাংলা কাগজ সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে আমিনুল হক ওয়েছের সাথে যোগাযোগ করার জন্য কমিউনিটির সকলে প্রতি আহবান জানানোও হয় ঐ সংবাদ বিজ্ঞপ্তি থেকে। উল্লেখ্য ইউকে বাংলা রিপোর্টাস ইউনিটির যুগ্ম সম্পাদক আমিনুল হক ওয়েছের দেশের বাড়ী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ভুরাখালি গ্রামে। তাঁর বাবা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হক। আমিনুল হক ওয়েছের সাথে যোগাযোগের টেলিফোন নাম্বার হলো – ০৭৪১ ৫৪০ ৮৭১৩।