বার্মিংহামে স্পেনীশ বাঙালীদের দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২২ | আপডেট: ৬:৩৮:অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২২

আহমেদ কাবির : স্পেনের বিভিন্ন শহর থেকে যুক্তরাজ্যের বার্মিংহামে বসবাস করা স্পেনীশ বাঙালীদের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহাম ও তার পাশর্^বর্তী বিভিন্ন এলাকা থেকে আসা বিপুল সংখ্যক স্পেনীশ বাঙালীদের উপস্থিতিতে মঙ্গলবার বার্মিংহামের স্মলহীথের একটি রেষ্টুরেন্টে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে যোগ দিয়ে সংক্ষিপ্ত আলোচনায় আগতরা নিজেদের মধ্যে ঐক্য ভ্রাতৃত্ব ও পারস্পরীক সহযোগিতা সহমমির্তার লক্ষ্যে একটি প্লাটফরেম ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তার উপড় গুরুত্বারোপ করেন। দোয়া ও ইফতার মাহফিল পুর্ব আলোচনায় প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব ডাঃ মইজ উদ্দিনের সভাপতিত্বে ও এমদাদুল হক লাভলুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রিয়াদ আহাদ। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন বার্মিংহাম সিটি কাউন্সিলের বাঙালী কাউন্সিলর সাদেক মিয়া শামসু। আয়োজকদের বক্তব্য রাখেন করিম আলী,জাহেদ উদ্দিন সাজু,সৈয়দ জামাল,এরশাদ আলম ও মিল্লাত হোসেন।

 

আলোচনায় অংশ নেন মঞ্জুর আলম মঞ্জু,কাজল আহমেদ,মিঠু আহমেদ,ফারুক মিয়া,কয়ছর আহমেদ চৌধুরী,সইল মিয়া,ছুষ্টার মিয়া,আলতাব হোসেন,জুনেদ আহমেদ,মজনু মিয়া,মুহিবুর রহমান,তাজুল ইসলাম,আব্দুল মালিক,মেহের আলম মতসিন,মিসবাউর রহমান,রহিম উদ্দিন,বেলাল মাখন,কবীর আহমেদ,ময়নুল ইসলাম,ওয়াকলুর রহমান লালা,দিদার হোসেন,ওয়াহিদ উদ্দিন,মুজিব উল্লাহ,খালেদ আহমেদ,বশর মিয়া,কয়ছর আহমেদ,আশিদুল ইসলাম,নজরুল ইসলাম,শামস উদ্দিন,আব্দুর রহমান,আলী আকবর,এখলাছুর রহমান,জসমিদ আলী নেছা শামসু,ইউনুছ আহমেদ,ইকবাল আহমেদ,জাভেদ আহমেদ প্রমূখ। ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষ্যে দীর্ঘদিন পরে একে অপরের সাথে মিলিত হয়ে স্পেনীশ বাঙালীরা ছিলেন খুবই উচ্ছ¡সিত। এসময় সকলেই শীঘ্রই আরো বড় পরিসরের যক্তরাজ্যে বসবাস করা স্পেনে থেকে আসা বাঙালীদের নিয়ে একটি মিলন মেলা আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন। সবশেষে গত দুই দশকে মৃত্যুবরণ করা স্পেন প্রবাসী বাঙালীদের রুহের মাগফেরাত ও শান্তি কামনা এবং স্পেনের প্রবীন কমিউনিটি নেতা আতাউর রহমান তোফার রোগমুক্তি কমানায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ফরহাদ হোসেন।