গন-কমিশনের শেতপত্রের সমালোচনায় বার্মিংহামে গোল টেবিল বৈঠক

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, মে ২৫, ২০২২ | আপডেট: ৫:২০:অপরাহ্ণ, মে ২৫, ২০২২

আহমেদ ক্বাবির : বাংলাদেশে তথাকথিত গনকমিশন করে আলেম উলামা ও মাদ্রাসার বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশ করে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে অভিহিত করে বার্মিংহামে এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহামসহ পাশর্^বতী এলাকায় থাকা বিভিন্ন মসজিদ-মাদ্রাসার বাংলাদেশী ঈমাম-শিক্ষক-ইসলামিক চিন্তাবিদসহ কমিউনিটির নানা স্থরের মানুষের উপস্থিতিতে গত ২৪ মে বার্মিংহামের স্মলহীথের একটি রেষ্টুরেন্টে “সমাজ গঠনে উলামায়ে কেরামের ভুমিকা ও গন-কমিশন-এর তদন্ত নাটক‘‘ শীর্ষক এই গোলটেবিল বৈঠক অনুষ্টিত হয়। এটি আয়োজন করে বার্মিংহাম খেলাফত মজলিস। গোল টেবিল বৈঠকে যোগ দিয়ে আলোচকরা এই গনকমিশনকে তথাকথিত ইসলাম বিরুধী ষড়যন্ত্রকারীদের আজ্ঞাবহ দোসর উল্লেখ করে বলেন,বাংলাদেশের মানুষ জানে কারা এর নেপথ্যে কলকাটি নেড়ে আলেম উলামাসহ মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে পরিকল্পিত কাজ করছে। বক্তারা বলেন,গন-কমিশন কর্তৃক এই শে^তপত্র জাতি প্রত্যাখ্যান করেছে ; দেশ ও প্রবাসে থাকা ইসলামপ্রিয় মানুষকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে বলেও তারা মত প্রকাশ করেন। বার্মিংহাম খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এনামুল হাসান ছাবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৌলানা আ ফ ম শুয়াইবের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে যোগ দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ।

বক্তব্য রাখেন যুক্তরাজ্য খেলাফত মজলিসের সহ-সভাপতি মুফতি তাজুল ইসলাম,জমিয়তে উলামার সভাপতি মাওলানা এখলাছুর রহমান, আঞ্জুমানে আল ইসলাহর যুগ্ম মহাসচিব,ব্রিটিশ মুসলিম স্কুল ও ফুলতলি কম্পলেক্্েরর চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির আল হাসান, দারুল উলুম ও ইসলামিক সেন্টারের সহ-সভাপতি মাওলানা এ টি এম মুকাররম হাসান, মিডল্যান্ডস খেলাফত মজলিসের সভাপতি ক্বারী আব্দুল মুকিত আজাদ, মিডল্যান্ডস উলামা পরিষদের সভাপতি শায়েখ মাওলানা আবদুর রব ফয়জী, বার্মিংহাম-মিডল্যান্ডস বি এন পির সভাপতি সৈয়দ জমশেদ আলী,মসজিদে বিলাল ও ইসলামিক সেন্টারের চেয়ারম্যান আলহাজ ইনামুর রহমান, নিউ হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ ফয়েজ উদ্দীন এমবিই, শায়েখ মুহাম্মদ মনির, বালাগঞ্জ ওসমানীনগর গরীব কল্যাণ ট্রাষ্ট ইউকের সভাপতি হাজী আব্দুল ওয়াদুদ, যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক মশাহিদ তালুকদার, কমিউনিটি নেতা সৈয়দ কবির আহমদ, একাউন্টেন্ট আবু নওশাদ,ডাঃ সৈয়দ নাদির আহমেদ প্রমূখ। এছাড়া গোল টেবিল বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মতিন,মাওলানা আনছার উদ্দীন,হাফেজ আহমদ হুসাইন,হাফেজ আনোয়ারুল হক, মাওলানা মুহাম্মদ আসাদুজ্জামান,আলহাজ্ব আব্দুল আজিজ,মাওলানা হাবীবুর রহমান,মাওলানা ফেরদাউস আহমদ,ক্বারী আব্দুল খানিক মুশতাক,হাজী বুরহান উদ্দীন,আব্দুশ শাকুর,হাজী আব্দুল মুহিত প্রমূখ।