বার্মিংহামে বন্ধুমহলের অভিষেক

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, জুন ১৫, ২০২২ | আপডেট: ৮:৪৯:অপরাহ্ণ, জুন ১৫, ২০২২

আহমেদ কাবির : বাঙালী কমিউনিটির সৃজনশীল বিভিন্নজনের সমন্বয়ে গঠিত বার্মিংহামের স্বনামধন্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বন্ধুমহলের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দসহ নানা শ্রেনী পেশার প্রবাসীদের উপস্থিতিতে গত ১৪ জুন বার্মিংহামের স্মলহীথের এমটি ক্যাটরিং এ ফুলের তোড়া দিয়ে বন্ধুমহলের নতুন কমিটির সদস্যদের অভিষিক্ত করা হয়। বন্ধুমহলের সভাপতি আলী আহমেদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আছকর উদ্দিন দুলু ও যুগ্ম সম্পদক এ কে এম আলী হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাাির্মংহাম সিটি কাউন্সিলের বাঙালী বংশোদ্ভুত কাউন্সিলর সাদেক মিয়া সামসু। আর প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আরেক বাঙালী কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ কমউিনিটি ব্যক্তিত্ব স্যার আজির উদ্দিন,বার্মিংহাম আওয়ামিলীগের সভাপতি কবীর উদ্দিন,সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখন,গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের পেট্র্ন আলহাজ্ব মনছব আলী জেপি ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খসরু খান। বন্ধুমহলের সহ-সভাপতি দুরুদ মিয়ার পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া ্অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বন্ধুমহলের সিনিয়র সদস্য মাহমুদ আলী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বন্ধুমহলের উপদেষ্টা আশিক মিয়া,এমদাদুর রহমান সুয়েজ,চুনু মিয়া,ইরশাদ আলী ও সাবেক সভাপতি উজ্জ্বল মিয়া। অনুষ্টানে বন্ধুমহলের নতুন কমিটির সকল সদস্যদের মঞ্চে এনে পরিচয় করিয়ে দিয়ে ফুল দিয়ে বরণ করা হয়। উল্লেখ্য বন্ধুমহলের ২০২১-২০২৪ এর নতুন কমিটি হলো নিম্নরুপ :  সভাপতি আলী আহমদ,সহ-সভাপতি -সানোয়ার আলী ও -দুরুদ মিয়া,সাধারণ সম্পাদক আসকর উদ্দিন দুলু ও সহ-সাধারণ সম্পাদক – একেএম আলী হোসেন,কোাষাধক্ষ্য আনোয়ারুল ইসলাম আনোয়ার,সাংগঠনিক সম্পাদক আলাউর রহমান,সাংস্কৃতিক সম্পাদক জামাল আহমদ,দপ্তর সম্পাদক শায়েক কবির,প্রচার সম্পাদক বদরুল আলম,সমাজ কল্যাণ সম্পাদক শাহ আব্দুল গনি,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জামিল আহমদ ও ক্রীড়া সম্পাদক সেবুল মিয়া। এছাড়া কার্য নির্বাহী সদস্য মাহমুদ আলী,উজ্জল মিয়া ও মিন্টু চৌধুরী এবং উপদেষ্টা হলেন,আশেক আলী,এমদাদুর রহমান সুয়েজ,আব্দুল সুরত,চুন্নু মিয়া,আবুল খয়ের,এরশাদ আলী ও শাহ মতিন মিয়া।