ওয়ালসলে বেঙ্গলি ষ্টার স্পোর্টস একাডেমীর ফুটবল প্রতিযোগিতা

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২২ | আপডেট: ৮:৫৪:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২২

লোকমান হোসেন কাজী : যুক্তরাজ্যের মিডল্যান্ডসের ওয়ালসল বেঙ্গলি ষ্টার স্পোর্টস একাডেমীর উদ্যোগে বয়সভিত্তিক এক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশ নেওয়া বিপুল সংখ্যাক শিশু-কিশোরসহ তাদের অভিভাবক এবং কমিউনিটির নানাজনের উপস্থিতিতে ওয়ালসলের একটি লেইসার সেন্টারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ৬ থেকে ৮ বছর,৯ থেকে ১১ বছর এবং ১২ থেকে ১৪ বছর বয়সী প্রবাসে বেড়ে উঠা শতাধিক বৃটিশ বাঙালী শিশু কিশোররা। দিনব্যাপি অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় তিনটি গ্রুপের প্রতিটির চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে ট্রফি প্রদান করা ছাড়াও প্রতিটি গ্রুপে ছিলো সেরা খোলোয়াড় ও সেরা গোলদাতারও পুরস্কার। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়দের মধ্যে বেঙ্গলি ষ্টার স্পোর্টস একাডেমীর পক্ষ থেকে বিশেষ মেডেল ও সম্মাননা সনদ বিতরন করা হয়। পুরস্কার বিতরণীতে অংশ নেন বেঙ্গলি ষ্টার স্পোর্টস একাডেমীর হাজী ছুরুক মিয়া,শফিক মিয়া,জাকির হোসেন,ইলিয়াস খন্দকার,মতিন খান,ময়না মিয়া,শাবউদ্দিন,শাহী নূর,আবুল কালাম প্রমূখ।