ওল্ডহামে জয় বাংলা উৎসব – ২০২২

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২২ | আপডেট: ৫:১৭:অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২২

রুহুল আমিন চৌধুরী মামুন : বাংলাদেশের গৌরবময় মহান মুক্তিযুদ্ধকালীন সময়ের প্রবাসী সংগঠকদের সম্মাননা প্রদান,আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের মাধ্যমে যুক্তরাজ্যের ওল্ডহামে অনুষ্ঠিত হয়েছে জয় বাংলা উৎসব -২০২২। ওল্ডহাম ছাড়াও ম্যানচেষ্টার,হাইড,বার্মিংহাম,লীডস,ষ্ট্রোক-এন ট্রেন্ট,লিভারপুল,কার্ডিফসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা কমিউনিটির নানা শীর্ষজনদের উপস্থিতিতে গত ২৪ অক্টোবর ওল্ডহামের একটি বানকুয়েটিং হলে ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন ইউকের উদ্যোগে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে এই জয় বাংলা উৎসব। এতে বাংলাদেশ থেকে এসে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসেস সীমা হামিদ। এসময় তিনি ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক কর্মকান্ডের কথা উল্লেখ করে তার সংগঠনের মাধ্যমে দেশ ও প্রবাসের নতুন প্রজন্মের মধ্যে একটি সেতুবন্ধন তৈরীর পরিকল্পনার কথা ব্যক্ত করেন। মিসেস সিমা হামিদ বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার উপড় গুরুত্বারোপ করে জয় বাংলা উৎসবে মুক্তিযুদ্ধের প্রবাসী সংগঠকদের সম্মাননা প্রদান করার ভূয়সী প্রশংসা করেন। এছাড়া তিনি বঙ্গবন্ধুর আদর্শে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে উন্নয়ন অগ্রযাত্রা চলছে তা অব্যাহত রাখতে আগামী দিনেও শেখ হাসিনার প্রতি আস্থা রাখার জন্য প্রবাসীদের প্রতি উদাত্ত আহবান জানান।

 

সংবাদ পাঠিকা মুনীরা পারভীনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত জয় বাংলা উৎসবের শুরুতে আগত সকল অতিথিকে স্বাগত এবং এই আয়োজনের প্রেক্ষাপট বর্ণনা করে বক্তব্য রাখেন ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন ইউকের আহবায়ক বিশিষ্ট সাংবাদিক সৈয়দ সাদিক আহমেদ। আর স্বাগত বক্তব্য রাখেন কমিউনিটি নেতা ও সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান মিজান। অনুষ্টানে বাংলাদেশের গৌরবময় মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে ওল্ডহামসহ পার্শ্ববর্তি বিভিন্ন স্থানের প্রবাসী সংগঠকদের মঞ্চে নিয়ে এসে বিশেষ সম্মাননা এওয়ার্ড প্রদান করা হয়। স্বাধীনতার অর্ধশত বছর পরে হলেও প্রবাসী সংঠকদের একটি অনুষ্টানে এনে বিশেষ সম্মাননা এওয়ার্ড প্রদান করায় সম্মাননা প্রাপ্তরা ছিলেন আবেগে উচ্ছসিত হয়ে আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। জয় বাংলা উৎসবে ভার্চুয়ালী যোগ দিয়ে যুক্তরাজ্যের বাংলাদেশী হাইকমিশনার সাইদা মুনা তাসনীম বাংলাদেশের সঠিক ইতিহাস ঐতিহ্যকে ধারন করে এই ধরনের আরো বেশী বেশী অনুষ্টান আয়োজনের উপড় গুরুত্বারোপ করেন। জয় বাংলা উৎসবে ম্যানচেষ্টারের বাংলাদেশী সহকারী হাইকমিশনার কাজী জিয়াউল হাসান ছাড়াও গ্রেটার ম্যানচেষ্টার আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব সুরাবুর রহমান,সাধারণ সম্পাদক এডভোকেট মীর গোলাম মোস্তফা,যুগ্ম সম্পাদক রুহুল আমিনসহ বাংলা গণমাধ্যমকর্মী ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় তারা মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সংঠকদের সম্মাননা প্রদান ও বাংলাদেশের জাতীয় শ্লোগান জয় বাংলাকে প্রবাসেও তুলে ধরার এই প্রয়াসকে স্বাগত জানান।অনুষ্টানের শেষ পর্যায়ে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান। এতে সঙ্গীত পরিবেশন করেন স্বনামধন্য শিল্পি শতাব্দি কর ও গৌরী চৌধুরী। উল্লেখ্য এবারের জয় বাংলা উৎসবে মিডিয়া পার্টনার ছিলো বিঅন টিভি ইউকে।